চলতি অর্থবছরে মার্কিন 'জাতীয় প্রতিরক্ষা অনুমোদন আইন' নিয়ে চীনের তীব্র অভিযোগ
  2018-08-14 16:11:03  cri

অগাস্ট ১৪: যুক্তরাষ্ট্র চলতি অর্থবছরের 'জাতীয় প্রতিরক্ষা অনুমোদন আইন' পাস করেছে। এ আইনের বিরোধিতা করেছে চীন। চীনের অভিযোগ, এ আইনে দুই দেশের মধ্যে স্নায়ুযুদ্ধ ও নিষ্ফল লড়াইয়ের ধারণা উস্‌কে দেওয়া হয়েছে। চীন সম্পর্কে নেতিবাচক সিদ্ধান্ত বাস্তবায়ন না করার তাগিদ দিয়েছে বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু খাং আজ (মঙ্গলবার) বেইজিংয়ে এ-সব কথা বলেছেন।

লু খাং বলেন, এর আগে চীন অনেকবার নিজের অবস্থান তুলে ধরেছে এবং যুক্তরাষ্ট্রকে কঠোর মনোভাব জানিয়ে দিয়েছে। তবে চীনের বিরোধিতা উপেক্ষা করে যুক্তরাষ্ট্র এ আইন পাস করেছে। এ বিষয়ে চীন তীব্র আপত্তি জানায়। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের উচিত সঠিকভাবে দু'দেশের সম্পর্ক বিবেচনা করা এবং 'এক চীন নীতি' ও 'চীন-যুক্তরাষ্ট্র তিনটি যৌথ ঘোষণা' অনুযায়ী চীন সম্পর্কে নেতিবাচক বিধান পালন না করা। অন্যথায় দু'দেশের সম্পর্ক ও গুরুত্বপূর্ণ সহযোগিতার ক্ষেত্র ক্ষতিগ্রস্ত হবে।

(শিশির/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040