বাংলাদেশে মাধ্যমিক শিক্ষার উন্নয়নে ৫১ কোটি ডলার সহায়তা দেবে বিশ্ব ব্যাংক
  2018-08-14 16:09:26  cri

অগাস্ট ১৪: বিশ্ব ব্যাংক ও বাংলাদেশ সরকার গতকাল (সোমবার) রাজধানী ঢাকায় একটি চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তি অনুযায়ী বিশ্ব ব্যাংক বাংলাদেশে মাধ্যমিক শিক্ষার উন্নয়নে ৫১ কোটি ডলার অর্থ সহায়তা দেবে এবং দেশের মাধ্যমিক স্কুলের ১ কোটি ৩০ লাখ শিক্ষার্থী এতে উপকৃত হবে।

জানা গেছে, বাংলাদেশের মাধ্যমিক শিক্ষার মান ও জনপ্রিয়তা বাড়ানোর উদ্দেশ্যে এ প্রকল্প চালু হয়েছে। বিশেষ করে মেয়ে ও দরিদ্র শিক্ষার্থীদের বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া এবং ৫ লাখ শিক্ষক প্রশিক্ষণ দেওয়া এবং মাধ্যমিক শিক্ষায় গণস্বাস্থ্যবিষয়ক ক্লাস যুক্ত করা হবে।

উল্লেখ্য, এ পর্যন্ত বাংলাদেশের উন্নয়নে বিশ্ব ব্যাংক মোট ২৮০০ কোটি ডলার সহায়তা ও সুদমুক্ত ঋণ দিয়েছে।

(শিশির/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040