২০১৯ অর্থবছরের 'জাতীয় প্রতিরক্ষা অনুমোদন আইন' স্বাক্ষর করেছেন ট্রাম্প
  2018-08-14 15:49:53  cri
অগাস্ট ১৪: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল (সোমবার) নিউইয়র্কের একটি সামরিক ঘাঁটিতে পার্লামেন্টে গৃহীত '২০১৯ অর্থবছরের জাতীয় প্রতিরক্ষা অনুমোদন আইন' স্বাক্ষর করেছেন। এ আইনে সামরিক বাজেটের পরিমাণ ৭১ হাজার ৬৩০ কোটি মার্কিন ডলার; যা আফগানিস্তান ও ইরাক যুদ্ধের পর সর্বোচ্চ পরিমাণ।

জানা গেছে, গত ২০ বছরের মধ্যে মার্কিন কংগ্রেসে সবচেয়ে দ্রুত গৃহীত হয়েছে এ আইন। আইনে ৬৩ হাজার ৯শ কোটি ডলার 'মৌলিক বাজেট' এবং ৬ হাজার ৯শ কোটি ডলার 'যুদ্ধ বাজেট' হিসেবে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে 'মৌলিক বাজেট' মার্কিন সেনাদের বেতন, অস্ত্র-সরঞ্জাম কেনা ও গবেষণার কাজে ব্যবহৃত হবে এবং 'যুদ্ধ বাজেট' অন্যান্য দেশে অভিযান পরিচালনায় ব্যবহৃত হবে।

এ ছাড়া, আইনে মার্কিন ও রুশ বাহিনীর মধ্যে সহযোগিতাকে নিষিদ্ধ করা হয়েছে এবং বিদেশি বিনিয়োগকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করে তার পর্যালোচনা করার কথা বলা হয়েছে। সেইসঙ্গে সাইবার নিরাপত্তা জোরদারে ব্যয় বাড়ানোসহ নানা বিষয়ে জোর দেওয়া হয়েছে।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040