বিদেশি বিনিয়োগ নিয়ে যুক্তরাষ্ট্রের সংস্কার, চীনা বিনিয়োগের প্রতি সম্মান ও সমতার আহ্বান চীনের
  2018-08-14 14:42:07  cri
অগাস্ট ১৪: চলতি আর্থিক বছরে 'বিদেশি বিনিয়োগকারীদের ঝুঁকি পর্যালোচনা আইন ২০১৯'কে প্রতিরক্ষা আইনের একটি অংশ হিসেবে অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীন এ আইনটি সার্বিকভাবে পর্যালোচনা করবে এবং এটি কার্যকরের সময় চীনা প্রতিষ্ঠানের ওপর কী প্রভাব পড়বে, তার ওপর নজর রাখবে। একই সঙ্গে চীন যুক্তরাষ্ট্রকে সম্মান ও সমতার সঙ্গে চীনা বিনিয়োগকারীদের দেখার আহ্বান জানায়; যাতে এ সংস্কার চীন-যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতার বাধায় পরিণত না হয়।

আজ (মঙ্গলবার) চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র এ-সব কথা বলেছেন।

তিনি আরও বলেন, চীন ও মার্কিন প্রতিষ্ঠানগুলো বিনিয়োগ খাতে সহযোগিতা বাড়াতে দৃঢ়প্রতিজ্ঞ। দু'দেশের সরকারের উচিত্ এজন্য সুষ্ঠু ও স্থিতিশীল পরিবেশ তৈরি করা।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040