আফগান বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১৯৪ তালিবান নিহত
  2018-08-14 11:23:21  cri
অগাস্ট ১৪: সম্প্রতি আফগানিস্তানের পূর্বাঞ্চলের ঘাজনি প্রদেশের রাজধানী ঘাজনি শহরে সরকারি বাহিনীর সঙ্গে লড়াইয়ে ১৯৪ তালিবান জঙ্গি নিহত হয়। গতকাল (সোমবার) আফগান প্রতিরক্ষামন্ত্রী তারিক শাহ্ বাহরামি এ-তথ্য জানান।

এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, বর্তমানে দু'পক্ষের লড়াই চতুর্থ দিনে প্রবেশ করেছে। ঘাজনি শহরের অধিকাংশ এলাকা সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। নিহত তালিবান জঙ্গিদের মধ্যে ১২ জন কমান্ডার। লড়াইয়ে ১৪০ জনেরও বেশি তালিবান জঙ্গি আহত হয়। লড়াইয়ে ১০০ জন সরকারি সৈন্য এবং ৩০ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন বলেও জানান মন্ত্রী।

উল্লেখ্য, ঘাজনি শহর রাজধানী কাবুল থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত। শহরটি কাবুল ও দেশের দক্ষিণাঞ্চলের মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগস্থল।(সুবর্ণা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040