যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে না ইরান: খামেনেয়ি
  2018-08-14 10:41:08  cri
অগাস্ট ১৪: ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ সাইয়েদ আল খামেয়েনি গতকাল (সোমবার) রাজধানী তেহরানে বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসবে না তাঁর দেশ।

খামেনেয়ি বলেন, ইরান-পরমাণু-চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে আসা থেকে এটা এখন স্পষ্ট যে, মার্কিনিদের সদিচ্ছার অভাব রয়েছে। যুক্তরাষ্ট্র আসলে ইরানকে দমিয়ে রাখতে চায়।

তিনি আরও বলেন, ইরানের অর্থনৈতিক সংকটের সঙ্গে মার্কিন অবরোধের কোনো সম্পর্ক নেই। এই সংকট অভ্যন্তরীণ কারণে দেখা দিয়েছে।

উল্লেখ্য, গত ৮ মে ইরান-পরমাণু-চুক্তি থেকে একতরফাভাবে সরে আসার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি তিনি ইরানের বিরুদ্ধে পুনরায় অবরোধও আরোপ করেন। আবার গত ৩০ জুলাই ট্রাম্প প্রশাসন জানায়, শর্তহীনভাবে ইরানের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী যুক্তরাষ্ট্র। (ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040