মন্ত্রিসভা বৈঠক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবাপতিত্বে অনুষ্ঠিত
  2018-08-13 19:25:16  cri
মন্ত্রিসভার নিয়মিত বৈঠক সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে কওমী মাদ্রাসার দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্স ডিগ্রি সমমান প্রদান আইন ২০১৮'র খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, সরকার দেশের কওমী মাদ্রাসার ১৫ লাখ শিক্ষার্থীকে সাধারণ শিক্ষা ধারায় আনতে এ ব্যবস্থা নিয়েছে। আইনটিতে ৯ ধরনের ব্যক্তির সমন্বয়ে একটি জমিয়াতুল মাদ্রাসা কমিটি নামে কমিটি করার কথা বলা হয়েছে। এতে একজন চেয়ারম্যান থাকবেন। তবে এতে সরকারের কোনো প্রতিনিধি থাকবে না। এই কমিটিই মাস্টার্স ডিগ্রি প্রদান করবে। কওমী মাদ্রাসার যে ৬টি বোর্ড রয়েছে সেগুলোকেও একীভূত করা হবে বলে জানান তিনি।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040