অগাস্ট ১৩: আগামী ১৭ অগাস্ট চীনের সিনেমা হলগুলোতে মুক্তি পেতে যাচ্ছে 'হোটেল ট্রান্সিলভেনিয়া ৩'। সোনি এই এনিমেশান চলচ্চিত্রের নির্মাতা প্রতিষ্ঠান। এর আগে 'হোটেল ট্রান্সিলভেনিয়া' ও 'হোটেল ট্রান্সিলভেনিয়া ২' বিশ্বের সিনেমাদর্শকদের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা পায়। আগের দুটি চলচ্চিত্র ৩৩.৮ কোটি মার্কিন ডলার আয় করে। এই চলচ্চিত্রের মূল উপজীব্য ভ্যাম্পায়ারের সঙ্গে মানুষের প্রেম। (স্বর্ণা/আলিম)

1 2 3 4 5 6