'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের আওতায় বিকশিত হচ্ছে নেপালের বেসামরিক বিমান চলাচল খাত
  2018-08-13 13:50:22  cri
অগাস্ট ১৩: 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের আওতায়, অন্য অনেক খাতের মতো, নেপালের বেসামরিক বিমান চলাচল খাতও বিকশিত হচ্ছে। হিমালয় এয়ারলাইন্সের যাত্রা ও উন্নতি তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

নেপালের ইয়েতি ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট কোম্পানি ও চীনের তিব্বত এয়ারলাইন্স যৌথভাবে 'হিমালয় এয়ারলাইন্স' গঠন করে। ২০১৫ সালের ১২ এপ্রিল কাঠমান্ডু-কলম্বো রুটে প্রথম ফ্লাইট পরিচালনা করে এই এয়ারলাইন্স। বর্তমানে কাঠমান্ডু থেকে দোহা, কুয়ালালাম্পুর, দাম্মাম ও দুবাই আসা-যাওয়া করছে এই এয়ারলাইন্সের বিমান।

জানা গেছে, আগামী পাঁচ বছরে হিমালয় এয়ারলাইন্সের বিমানের সংখ্যা ১৫টিতে উন্নীত হবে এবং আগামী ১০ বছরে এ-সংখ্যা দাঁড়াবে ৩০টিতে। (স্বর্ণা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040