মিয়ানমারের রাখাইনে ধ্বংসযজ্ঞ প্রত্যক্ষ করলো বাংলাদেশ প্রতিনিধিদল
  2018-08-12 19:18:33  cri
মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিতাড়নের সময় সংঘঠিত ধ্বংসযজ্ঞ প্রত্যক্ষ করেছে বাংলাদেশ প্রতিনিধিদল।

পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল শনিবার রাখাইনে আদিবাসি রাখাইন ও ম্রো জাতিগোষ্ঠী অধ্যুষিত কেইন গয়ি এলাকা পরিদর্শন করেন। এ সময় মিয়ানমারের সমাজকল্যাণ ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক মন্ত্রী তাদের সঙ্গে ছিলেন। পরে পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারের প্রস্তুতি পর্যবেক্ষণ করেন। তিনি দুটি অভ্যর্থনা কেন্দ্র ও ৩০ হাজার মানুষ ধারণক্ষম একটি ট্রানজিট ক্যাম্প পরিদর্শন করেন। ভারত সরকারের সহায়তায় প্রত্যাগতদের জন্য শ'জার গ্রামে ১৪৮টি প্রি ফেব্রিকেটেড ঘর নির্মাণের প্রস্তুতিও পর্যবেক্ষণ করেন পররাষ্ট্রমন্ত্রী।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040