চীনের বৈজ্ঞানিক গবেষণার পরিবেশের প্রশংসা করেছেন নোবেল বিজয়ীরা
  2018-08-12 17:59:28  cri
অগাস্ট ১২: গত শুক্রবার বেইজিংয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় 'ছুই কে চুয়াং ফোরাম' বা নোবেল ফলাফলসংক্রান্ত শীর্ষফোরাম। এতে যোগ দিয়েছেন বিশ্বের বেশ কয়েকজন নোবেলজয়ী ও চীনের শীর্ষস্থানীয় বেশ কয়েকজন বিজ্ঞানী। সম্মেলনে চীনের বৈজ্ঞানিক গবেষণার পরিবেশের প্রশংসা করেন নোবেল বিজয়ীরা।

২০১৪ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কারজয়ী জাপানের বিজ্ঞানী শুচি নাকানুরা বলেন, সাম্প্রতিককালে চীনের আর্থিক উন্নয়নের সঙ্গে সঙ্গে দেশটির বিজ্ঞান গবেষণার পরিবেশও উন্নত হয়েছে। পর্যাপ্ত গবেষণার ব্যয় ও নীতির কারণে চীনা বিজ্ঞানীরা আরও ভালো পরিবেশে নিজের গবেষণা কাজ করতে পারছেন।

২০১৩ সালে রসায়নে নোবেল পুরস্কারজয়ী স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মিশেল লেভিট বলেন, বর্তমানে চীনের আরও বেশি যুবক মৌলিক বৈজ্ঞানিক গবেষণায় যোগ দিচ্ছে। ভবিষ্যতে চীনের বিজ্ঞান-প্রযুক্তিতে আরও ব্যাপক সম্ভাবনা তৈরি হবে বলে উল্লেখ করেন তিনি।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040