সংস্কার ও উন্মুক্তকরণ নীতির কারণে পুরানো চীন প্রত্যাশিত ও প্রাণচঞ্চল নতুন যুগে প্রবেশ করেছে: বার্তা সংস্থা সিনহুয়া
  2018-08-12 16:00:53  cri
অগাস্ট ১২: সংস্কার ও উন্মুক্তকরণ নীতির কারণে পুরানো চীন প্রত্যাশিত ও প্রাণচঞ্চল নতুন যুগে প্রবেশ করেছে বলে মন্তব্য করেছে বার্তা সংস্থা সিনহুয়া। আজ (রোববার) 'সংস্কার ও উন্মুক্তকরণের নীতির বিস্তৃত আকাশ ও মাটি' শীর্ষক সম্পাদকীয়তে এ মন্তব্য করা হয়।

সম্পাদকীয়তে বলা হয়, সিপিসি'র সাধারণ সম্পাদক সি চিন পিং বলেছেন, সংস্কার ও উন্মুক্তকরণ নীতি বিদ্যমান চীনের ভাগ্যের পাশাপাশি 'দু'টি একশ' বছরের' লক্ষ্য বাস্তবায়ন এবং চীনা জাতির মহান পুনরুত্থানের নির্ণায়ক। সি চিন পিংয়ের এ ভাষণে চীনের দৃঢ় ও অব্যাহত সংস্কার ও উন্মুক্তকরণ নীতি অনুসরণের প্রতিজ্ঞা প্রতিফলিত হয়েছে।

সম্পাদকীয়তে বলা হয়, সংস্কার ও উন্মুক্তকরণ নীতি প্রবর্তনের ৪০ বছরে চীন রুদ্ধদ্বার থেকে উন্মুক্ত হয়েছে এবং বিশ্বের প্রথম রপ্তানিকারক দেশ থেকে বিশ্বের দ্বিতীয় আমদানিকারক দেশে পরিণত হয়েছে। পাশাপাশি চীন বিশ্ব অর্থনীতির প্রধান চালিকাশক্তিতে পরিণত হয়েছে এবং তাতে ৩০ শতাংশ অবদান রেখেছে।

সম্পাদকীয়তে আরও বলা হয়, সংস্কার ও উন্মুক্তকরণ নীতির অব্যাহত অনুসরণ করতে গেলে নতুন যুগের প্রবণতার সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়া দরকার। সংস্কার ও উন্মুক্তকরণ নীতিতে অবিচল থাকলেই আরও সুন্দর ভবিষ্যত্‌ সৃষ্টি হতে পারে।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040