চীন-জাপান বন্ধুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরের ৪০ বছর পূর্তিতে প্রধানমন্ত্রীদের অভিনন্দন
  2018-08-12 15:50:09  cri

অগাস্ট ১২: চীন-জাপান বন্ধুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরের ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে আজ (রোববার) পরস্পরকে অভিনন্দন জানিয়েছেন।

লি খ্য ছিয়াং বলেন, ৪০ বছর আগে দু'দেশের নেতা ও রাজনীতিবিদ চীন-জাপান বন্ধুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করার সিদ্ধান্ত নেন এবং চীন-জাপান যৌথ বিবৃতির বিভিন্ন নীতি নির্ধারণ করেন। যা দু'দেশের সম্পর্কের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। গত মে মাসে জপানে সপ্তম চীন-জাপান-দক্ষিণ কোরিয়া নেতাদের সম্মেলনে অংশগ্রহণের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী লি বলেন, ঐতিহাসিক অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের সম্মুখীন হতে, চীন-জাপান চারটি রাজনৈতিক দলিল অনুসরণ করে রাজনৈতিক ভিত্তি রক্ষা করতে, পারস্পরিক কল্যাণকর সহযোগিতা গভীর করতে, মতভেদ দূর করতে এবং দীর্ঘকালীন সুষ্ঠু ও স্থিতিশীল সম্পর্ক উন্নত করতে চায় চীন।

শিনজো আবে অভিনন্দন জানিয়ে বলেন, চীন-জাপান বন্ধুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরের পর দু'পক্ষ রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি ও ব্যক্তি বিনিময়সহ নানা ক্ষেত্রে বাস্তব অগ্রগতি অর্জন করেছে। জাপান ও চীন আঞ্চলিক ও বিশ্বশান্তি এবং সমৃদ্ধির গুরুত্বপূর্ণ দায়িত্ব বহন করে। তাই দু'পক্ষের উচিত সহযোগিতা গভীর করা ও আন্তর্জাতিক সমস্যা সমাধানে ভূমিকা রাখা। চলতি বছর চীন সফরের প্রত্যাশা ব্যক্ত করেন জাপানের প্রধানমন্ত্রী।

(শিশির/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040