অন্য দেশের ওপর মার্কিন সরকারের শাস্তিমূলক ব্যবস্থায় নিজ দেশে সমালোচনা
  2018-08-11 19:12:20  cri
অগাস্ট ১১: বিগত সপ্তাহে যুক্তরাষ্ট্র অন্যান্য দেশের ওপর ঘন ঘন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। দেশটি ইরানের জ্বালানি বহির্ভূত সম্পদে নিষেধাজ্ঞা দিয়েছে, রাশিয়ায় রাষ্ট্রীয় নিরাপত্তা-সংক্রান্ত স্পর্শকাতর পণ্য ও প্রযুক্তি রপ্তানি নিষিদ্ধ করেছে এবং তুরস্কের ধাতু ও এ্যালুমিনিয়ামজাত পণ্যের ওপর শুল্ক দ্বিগুণ করেছে। মার্কিন প্রশাসনের এসব কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করেছে যুক্তরাষ্ট্রের নানা মহল।

মার্কিন থিংকট্যাংক পিটার্সন আন্তর্জাতিক অর্থনীতি গবেষণালয়ের ঊর্ধ্বতন গবেষক চ্যাড বাউনের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস পত্রিকা জানায়, যুক্তরাষ্ট্রের এসব কর্মকাণ্ড বিশ্বকে চাঙ্গা করেছে।

কার্নেল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিক এসওয়ার প্রাসাদ গণমাধ্যমে বলেন, মার্কিন সরকার ইচ্ছামতো শুল্ক আরোপের মাধ্যমে কূটনৈতিক বিরোধ সমাধান করার চেষ্টা করছে, যা উদ্বেগজনক।

ওবামা সরকারের রাষ্ট্রীয় নিরাপত্তা কমিশনের মুখপাত্র ও ওবামার বিশেষ সহকারী এডওয়ার্ড প্রাইস গণমাধ্যমে বলেন, মার্কিন ভোক্তারা সরকারি শুল্ক আরোপের অর্থ পরিশোধ করবে। সরকারের এসব কর্মকাণ্ড সমস্যা সমাধানে সহায়ক নয়।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040