চীনের জাতি ও সংখ্যালঘু জাতির অধিকার সংরক্ষণের অগ্রগতি তুলে ধরেছেন চীনা প্রতিনিধি
  2018-08-11 14:34:20  cri
আগস্ট ১১: গতকাল (শুক্রবার) জাতিসংঘের বর্ণবৈষম্য কমিশন জেনিভায় চীনের 'যে কোনো ধরণের বর্ণবৈষম্য নির্মূল সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি' পালনের অবস্থা পর্যালোচনা করেছে। চীনের প্রতিনিধিদলের নেতা এবং জেনিভা ও সুইজারল্যান্ডে অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত চীনের প্রতিনিধি ইয়ু চিয়ান হুয়া কমিশনের কাছে চীনা জাতি ও সংখ্যালঘু জাতির অধিকার সংরক্ষণের অগ্রগতি তুলে ধরেছেন।

ভাষণে ইয়ু চিয়ান হুয়া বলেন, সাম্প্রতিককালে জাতিগত অগ্রগতির প্রক্রিয়ায় 'হান জাতির পাশে সংখ্যালঘু জাতি, সংখ্যালঘু জাতির পাশে হান জাতি, বিভিন্ন জাতির অবিচ্ছেদ্য সহাবস্থান' সংক্রান্ত দৃষ্টিভঙ্গি চীনাদের মনে ছাপ ফেলেছে। চীনা জাতির 'অভিন্ন স্বার্থের কমিউনিটি গঠন' নতুন যুগে জাতিগত কার্যক্রমের পরিচালনামূলক তত্ত্বে পরিণত হয়েছে।

চীনের বিভিন্ন সংখ্যালঘু জাতির আইন, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি ও পরিবেশ সংরক্ষণসহ নানা ক্ষেত্রের অগ্রগতি উল্লেখ করে ইয়ু চিয়ান হুয়া বলেন, সংখ্যালঘু জাতির বাসস্থান ও অর্থনীতির ব্যাপক উন্নতি হয়েছে। মানুষের জীবনযাত্রার মানও বেড়েছে। ২০১৭ সালে সংখ্যালঘু জাতির ৮টি প্রদেশের জিডিপি'র পরিমাণ হয় ৮ লাখ ৮৭ হাজার ৩শ' কোটি ইউয়ান। যা আগের বছরের তুলনায় ৭.৬ শতাংশ বেশি। ২০১২ সালের ৩ কোটি ১২ লাখ ১০ হাজার মানুষ দরিদ্র ছিল। বর্তমানে সে সংখ্যা কমে হয়েছে ১ কোটি ৩ লাখ ২০ হাজার।

ইয়ু চিয়ান হুয়া আরও বলেন, চীন সরকার দেশের উন্নয়ন প্রক্রিয়ার চুক্তি অনুসারে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে, যাতে সংখ্যালঘু জাতি ও জাতিগত অঞ্চলের সার্বিক উন্নয়ন বাস্তবায়িত হয়।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040