বাণিজ্য যুদ্ধকে একটি সংকট থেকে সুযোগে পরিণত করার সক্ষমতা ও আস্থা আছে চীনের শিল্পপ্রতিষ্ঠানের
  2018-08-10 15:45:34  cri

সম্প্রতি চীন-মার্কিন বাণিজ্য সংঘাত আরো গুরুতর হয়ে উঠেছে। চীনের রফতানিপণ্যের ওপর আরো অতিরিক্ত শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির এসব শুল্ক আরোপের সত্যিকারের লক্ষ্য হলো চীনের অর্ধপরিবাহী শিল্প।

ইয়াংজি নদী অর্থনৈতিক অঞ্চল বরাবর চীনের অর্ধপরিবাহী উপাদান এবং সরঞ্জাম উত্পাদনের নেতৃস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তি সিআরআই-কে দেওয়া এক সাক্ষাত্কারে বলেন, তিনি মনে করেন, কোর প্রযুক্তি উন্নয়ন খুবই জরুরি একটি দায়িত্ব। বাণিজ্য যুদ্ধকে একটি সংকট থেকে সুযোগে পরিণত করার সক্ষমতা ও আস্থা আছে তাদের।

সম্প্রতি চীনের ৫০বিলিয়ন মার্কিন ডলার মূল্যের রফতানিপণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। এর জবাবে শক্তিশালী পাল্টা ব্যবস্থা নিয়েছে চীন। কিন্তু এর পর চীনের ২০০বিলিয়ন মার্কিন ডলার মূল্যের রফতানিপণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি প্রদান করে যুক্তরাষ্ট্র। মোট ২৫০বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্যের মধ্যে রয়েছে এলইডি হালকা নির্গত ডিভাইস পণ্য।

চীনের চিয়াং সি প্রদেশের নানছিয়াং কাওসিং এলাকা হলো চীনের প্রথম দফার অর্ধপরিবাহী আলো শিল্পায়ন ঘাঁটির মধ্যে একটি। এলাকাটির জিংনেংকুয়াংডিয়েন কোম্পানি হলো দেশের সর্বোচ্চ শক্তির এলইডি চিপ প্রদানকারী কোম্পানি। এ কোম্পানিতে রয়েছে স্বাধীনভাবে উদ্ভাবনী সিলিকন স্তর এলইডি আলোর উৎস প্রযুক্তি। আর এ প্রযুক্তির ভিত্তিতে উত্পাদিত মোবাইল ফোন ফ্ল্যাশ, গাড়ির আলো, ইউভি এলইডি পণ্য ইত্যাদি বিভিন্ন পণ্য দেশব্যাপী বিক্রয় সংখ্যা প্রথম স্থানে দাঁড়িয়েছে। এটি স্মার্টফোন ব্র্যান্ড ফ্ল্যাশের সবচেয়ে বড় সরবরাহকারী কোম্পানি। জিংনেংকুয়াংডিয়েন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ওয়াং মিন মনে করেন, প্রাথমিক হিসাবে যুক্তরাষ্ট্রের ট্যারিফ বাধার কারণে তার কোম্পানির প্রায় ৫শতাংশ ক্ষয়ক্ষতি ঘটবে।

তিনি বলেন,

"অবশ্যই এ বিষয়টি তার কোম্পানিতে প্রভাব ফেলবে। কিন্তু আমাদের নিজের মেধাস্বত্ব আছে। সেজন্য আমাদের জন্য যুক্তরাষ্ট্রের ট্যারিফ বাধার প্রভাব বেশি নয়। তাছাড়া আমাদের পণ্য সারা বিশ্বে রপ্তানি করি। সেজন্য আমাদের নীতি হলো প্রথমে অভ্যন্তরীণ চাহিদা বাড়ানো, এর সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্র ছাড়া অন্য দেশে রপ্তানি সংখ্যা বৃদ্ধি করা।"

নানছিয়াং চুং উয়েই অর্ধপরিবাহী সরঞ্জাম কোং লিমিটেড-এর জেনারেল ম্যানেজার জি হুয়া জানিয়েছেন, চীনের আলো শিল্পের সুস্পষ্ট সুবিধা ও প্রাধান্য আছে এবং একটি বৈশ্বিক শিল্প ক্লাস্টার গঠিত হয়েছে। সারা বিশ্বের ৮৫ শতাংশেরও বেশি এলইডি আলো পণ্য চীনে উত্পাদন ও সংযোজন করা হয়। শুল্ক আরোপ হলেও যুক্তরাষ্ট্রের জন্য স্বল্পমেয়াদে অন্যান্য অঞ্চলে বিকল্প পণ্য খুঁজে পাওয়া কঠিন।

আনহুই প্রদেশের অর্ধপরিবাহী শিল্প উন্নয়ন ঘাঁটির নেতৃস্থানীয় কোম্পানি—আনসিন ইলেক্ট্রনিক প্রযুক্তি কোম্পানির বোর্ড চেয়ারম্যান ওয়াং লিয়াং এন বলেন, কাঁচামালের উত্সের বৈচিত্রতা বাণিজ্য যুদ্ধে তাঁর কোম্পানির নিজেকে রক্ষার ক্ষমতা দিয়েছে।

চীন-মার্কিন বাণিজ্য যুদ্ধের প্রভাব গুরুতর না হলেও অনেক সংশ্লিষ্ট কোম্পানি ইতিবাচকভাবে কোম্পানির উন্নয়নের সঙ্গে সংগতিপূর্ণ সংশ্লিষ্ট নীতি খুঁজছে।

চিয়াংসি প্রদেশের নানছিয়াং শহরের জাতীয় সিলিকন ভিত্তিক এলইডি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি রিসার্চ সেন্টারের উপ-পরিচালক লিউ চুন লিন বলেন, কোর প্রযুক্তি থাকতে হবে। যাতে চীনের শিল্পপ্রতিষ্ঠানের প্রতিদ্বন্দ্বিতা ক্ষমতা বাড়ানো যায়। (জিনিয়া/টুটুল/মুক্তা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040