একাদশ 'চীনা ভাষা সেতু' প্রতিযোগিতা বাংলাদেশে অনুষ্ঠিত
  2018-08-10 15:04:29  cri
অগাস্ট ১০: একাদশ 'চীনা ভাষা সেতু' বিশ্ব মাধ্যমিক স্কুল পর্যায়ের ছাত্রছাত্রীদের চীনা ভাষা প্রতিযোগিতার বাংলাদেশ অংশ গত বুধবার বিকেলে বাংলাদেশের আরটিভি স্টুডিওতে অনুষ্ঠিত হয়। এটি প্রথম বারের মত বাংলাদেশে চীনা ভাষা প্রতিযোগিতা কোনো টিভি মাধ্যমের সাথে সহযোগিতার প্রচেষ্টা। তাছাড়া ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে অনুষ্ঠানটি লাইভ প্রচারিত হয়।

কনফুসিয়াস সদরদপ্তর এবং বাংলাদেশে চীনা দূতাবাসের যৌথ উদ্যোগে সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুম আয়োজনের কাজ বহন করে। নর্থ-সাউথ ইউনিভার্সিটির কনফুসিয়াস ইনস্টিটিউট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট আয়োজনে সাহায্য করে।

সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুম ও নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের ৬জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সিআরআই-এসএমএফ ক্লাসরুমের তিনজন শিক্ষার্থী প্রথম তিনটি পুরষ্কার লাভ করে।

(স্বর্ণা/টুটুল)


1  2  3  4  5  6  7  8  
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040