সৌদি আরবের সঙ্গে খারাপ সম্পর্ক চান না কানাডার প্রধানমন্ত্রী
  2018-08-09 13:40:34  cri
অগাস্ট ৯: কানাডা সবসময়ই মানবাধিকার সমস্যা নিয়ে শক্তিশালী বক্তৃতা দিয়ে আসছে, কিন্তু সৌদি আরবের সঙ্গে খারাপ সম্পর্ক চায় না।

গতকাল (বুধবার) কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ কথা বলেন।

এর কয়েক ঘন্টা আগে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের রিয়াদে এক সাংবাদিক সম্মেলনে বলেন, কানাডা এমন একটি গুরুতর ভুল করেছে যা সংশোধন করা উচিত। এ ব্যাপারে সমঝোতার কোনো সম্ভাবনা নেই। কানাডার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বিবেচনা করছে সৌদি।

উল্লেখ্য, কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড সংশ্লিষ্ট বিষয় নিয়ে গত মঙ্গলবার থেকে জুবায়েরের সঙ্গে সংলাপ করছেন।

(ছাই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040