রুশ সরকারের কাছে ট্রাম্পের চিঠি হস্তান্তর করেছেন মার্কিন সিনেটর
  2018-08-09 10:18:34  cri
অগাস্ট ৯: মার্কিন রিপাবলিকান পার্টির সিনেটর র‍্যান্ড পল গতকাল (বুধবার) সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, রুশ সরকারের কাছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিঠি হস্তান্তর করেছেন তিনি।

চিঠিতে সন্ত্রাসদমন, জাতীয় সংসদের মধ্যে সংলাপ ও দ্বিপাক্ষিক বিনিময়ের গুরুত্বের কথা উল্লেখ করেন ট্রাম্প। এছাড়া, দু'দেশের সাংস্কৃতিক বিনিময় পুনরুদ্ধারের প্রস্তাবও দেওয়া হয় চিঠিতে।

মার্কিন গণমাধ্যম সূত্রে জানা গেছে, মার্কিন জাতীয় কংগ্রেসের প্রতিনিধিদলের সাথে রাশিয়া সফর করেন পল এবং দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন নিয়ে রুশ সংসদ সদস্যদের সাথে ধারাবাহিক বৈঠক করেন। ৬ অগাস্ট মস্কোতে তিনি বলেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংলাপ করা উচিত। রুশ কর্মকর্তাদের ওয়াশিংটন সফরে আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানান তিনি। এছাড়া, রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের বিরোধিতাও করেন তিনি।

উল্লেখ্য, ট্রাম্পের নির্দেশে মার্কিন প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এ বছরের শরত্কালে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানান, তবে 'রাশিয়ান স্ক্যান্ডাল' নিয়ে তদন্ত শুরু হওয়ার পর এ সফর আগামী বছর পর্যন্ত স্থগিত করেন ট্রাম্প। (সুবর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040