শুল্ক আরোপের মাধ্যমে বাণিজ্য-ঘাটতি কমানোর মার্কিন প্রচেষ্টা সঠিক নয়: আইএমএফ
  2018-08-08 18:06:13  cri
অগাস্ট ৮: আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর প্রধান অর্থনীতিবিদ মরিস অবস্ফেল্ড সম্প্রতি বলেছেন, অতিরিক্ত শুল্ক আরোপের মাধ্যমে বাণিজ্য-ঘাটতি কমানোর মার্কিন প্রচেষ্টা সঠিক নয়; দেশটি এক্ষেত্রে বিপথে চলছে।

তিনি জোর দিয়ে বলেন, বাণিজ্য-ঘাটতি সম্পর্কে ট্রাম্প প্রশাসনের ভুল দৃষ্টিভঙ্গি দেশটিকে আরও বেশি সংরক্ষণবাদের দিকে ঠেলে দিতে পারে। এতে বৈশ্বিক বাণিজ্যে ভারসাম্যহীনতা সমস্যার সমাধান হবে না, বরং বাণিজ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির আরও অবনতি ঘটবে।

এদিকে, সম্প্রতি মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের প্রকাশিত পরিসংখ্যানে বলা হয়, এ-বছরের প্রথমার্ধে যুক্তরাষ্ট্রের পণ্য ও সেবা বাণিজ্যে ঘাটতির মোট পরিমাণ ২৯,১২০ কোটি মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের চেয়ে ৭.২ শতাংশ বেশি। (ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040