সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুম
  2018-08-08 12:52:05  cri
চীনের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটি সরাসরি প্রতিষ্ঠান হিসেবে কনফুসিয়াস ইনস্টিটিউটের সদরদপ্তর অর্থাত্ হানবান দীর্ঘদিন ধরে বিশ্বের বিভিন্ন দেশের জন্য চীনা ভাষা ও সংস্কৃতির শিক্ষা ও সেবা প্রদান করছে। যাতে সর্বাধিকভাবে চীনা ভাষা শিক্ষায় বিদেশি শিক্ষার্থীদের চাহিদা পূরণ, হাতে হাত রেখে বহুমাত্রিক উন্নয়ন নিশ্চিত করা এবং একটি বন্ধুত্বপূর্ণ বিশ্ব নির্মাণে অবদান রাখা যায়। ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত বিশ্বের ১৪৬টি দেশের ৫২৫টি কনফুসিয়াস ইনস্টিটিউট এবং ১১১৩টি কনফুসিয়াস ক্লাসরুমে মোট ২১ লাখ শিক্ষার্থীর নাম রয়েছে।

২০০৯ সালের ১৪ ফেব্রুয়ারি চীন আন্তর্জাতিক বেতার এবং বাংলাদেশের শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুম প্রতিষ্ঠিত হয়। ক্লাসরুমটি ঢাকার উত্তরা এলাকার ১৫ নম্বর রোডের ১১ নম্বর সেক্টরে অবস্থিত।

আমাদের চীনা শিক্ষকরা বিদেশিদের চীনা ভাষা শেখানোর জন্য পেশাগতভাবে দক্ষ। কনফুসিয়াস ইন্সটিটিউট সদরদপ্তর (হানবান) তাদের প্রশিক্ষণ দেয় এবং অবশেষে তাদের আন্তর্জাতিক চীনাভাষা টিচিং সার্টিফিকেট প্রদান করে।

সিআরআই-এসএমএফ ক্লাসরুম বিভিন্ন সংস্কার ও প্রচারের মাধ্যমে শিক্ষার মান ধারাবাহিকভাবে উন্নত করেছে। এখানে বর্তমানে নিবন্ধিত ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ৫শ'। এখানকার শিক্ষার্থীরা "চীনা সেতু" বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এবং মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আয়োজিত চীনা ভাষা প্রতিযোগিতায় অনেক সাফল্য অর্জন করেছে। শ্রেণীকক্ষের চ্যাম্পিয়ন (তার চীনা নাম ওয়াং ইয়া মেই) বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ১৬তম "চীনা সেতু" আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের চীনা ভাষা প্রতিযোগিতায় প্রথম পুরস্কার অর্জন করেছে, যা একজন বাংলাদেশি হিসেবে এ যাবত্কালের সবচেয়ে ভালো ফলাফল। এছাড়া বর্তমানে আমাদের শিক্ষার্থীদের মধ্যে অনেকেই চীন সরকারের বৃত্তি নিয়ে চীনে পড়াশোনা করছে। চলতি বছর আবারো ৯জন শিক্ষার্থী বৃত্তি পেয়ে লেখাপড়ার জন্য চীনে যাবে।

আমরা চীনা ভাষা প্রশংসাপত্র কোর্স অফার, এইচএসকে (চীনা দক্ষতা পরীক্ষা)/ এইচএসকেকে (চীনা ভাষা মৌখিক পরীক্ষা) ভিত্তিক প্রশিক্ষণ কোর্স, কনফুসিয়াস কোর্স, প্রাথমিক বাংলা ভাষা প্রশিক্ষণ (বিশেষ করে চীনা নাগরিকদের জন্য) দিয়ে থাকি। প্রতিটি কোর্সের মেয়াদ প্রায় ৪ মাস, বছরের যে কোনো সময় নিবন্ধন করা যায়। এছাড়া আমাদের লাইব্রেরিতে ৩ হাজারটি বই, সিডি, ডিভিডি ইত্যাদি আছে।

প্রশংসিত ভাষা কোর্স ছাড়াও, প্রতি বছর আমাদের ক্লাসরুম 'চীনা চলচ্চিত্র প্রদর্শনী', 'কনফুসিয়াস ইনস্টিটিউট দিবস' এবং 'চীনা সংস্কৃতি মাস'সহ অন্যান্য সাংস্কৃতিক কার্যক্রমের আয়োজন করে। আমরা সক্রিয়ভাবে বাংলাদেশি শিক্ষার্থীদের যুব ক্যাম্পসহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক বা বিনিময় কার্যক্রমে চীনে যাওয়ার ব্যবস্থা করি।

সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুম প্রতিষ্ঠা হবার পর থেকে পর পর অনেক ধরনের সম্মান অর্জন করেছে। ২০১২ সালের অক্টোবরে হানবানের পরিচালক ম্যাডাম স্যুই লিন আমাদের ক্লাসরুম সফর করার সময় মন্তব্য লেখেন: "শান্ত-মারিয়াম কনফুসিয়াস ক্লাসরুম হচ্ছে বিশ্বের সবচেয়ে ভাল ক্লাসরুম।"

আমাদের ক্লাসরুমের ঠিকানা হচ্ছে: হাউস ৮২, রোড ১৫, সেক্টর ১১, উত্তরা। টেলিফোন নম্বর: ০২৫৫০৮৫২০১।

ইমেইল:crismf@yahoo.com, ফেসবুক: www.facebook.com/cscc66/

প্রশ্ন:

১. সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের ঠিকানাটা কী?

ক) হাউস ৮২, রোড ১৫, সেক্টর ১১, উত্তরা

খ) হাউস ১৫, রোড ৮২, সেক্টর ১১, উত্তরা

গ) হাউস ৮২, রোড ১৫, সেক্টর ২২, উত্তরা

২. চলতি বছর সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের কতজন শিক্ষার্থী বৃত্তি পেয়ে চীনের বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে যাবে?

ক. ১০ খ. ১৪ গ. ৯

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040