ইরানের সাথে আর্থ-বাণিজ্যিক সহযোগিতা বজায় রাখবে রাশিয়া
  2018-08-08 10:19:01  cri
অগাস্ট ৮: ইরানের সাথে জাতীয় পর্যায়ে আর্থ-বাণিজ্যিক সহযোগিতা বজায় রাখবে বলে জানিয়েছে রাশিয়া। গতকাল (মঙ্গলবার) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, রাশিয়া ইরানের সাথে পারমাণবিক সংক্রান্ত সার্বিক চুক্তি রক্ষা ও বাস্তবায়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে এবং জাতীয় পর্যায়ে ইরানের সাথে আর্থ-বাণিজ্যিক সহযোগিতা বজায় রাখার চেষ্টা করবে। পরমাণু চুক্তি সংক্রান্ত বিভিন্ন পক্ষের সঙ্গে ইরানের আর্থ-বাণিজ্যিক সহযোগিতা সুসংহত ও উন্নয়নের উপায় বের করবে।

বিবৃতিতে আরো বলা হয়, জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে এড়িয়ে যে কোনো ধরনের একপক্ষীয় পদক্ষেপকে নিন্দা করে রাশিয়া। ইরানের পরমাণু চুক্তি কার্যকর হওয়ার পর থেকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বহু বার সংশ্লিষ্ট বিষয়টি সার্বিকভাবে প্রতিপাদন করেছে এবং ইরান চুক্তিটি মেনে চলছে বলে স্বীকৃতি দিয়েছে। এখান থেকে চুক্তিটির কার্যকরিতা প্রমাণিত হয়। রাশিয়ার বিশ্বাস চুক্তিটি যথার্থভাবেই থাকার প্রয়োজন আছে, তা বাস্তবায়নে সংশ্লিষ্ট পক্ষ নিজ নিজ বাধা অতিক্রম করতে সক্ষম হবে।

গত রোববার হোয়াইট হাউস ইরানের বিরুদ্ধে আর্থ, খনিজ ও গাড়িসহ বিভিন্ন জ্বালানি খাতের বাইরে পুনরায় নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়। (স্বর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040