ইরান-পরমাণু-চুক্তির পক্ষে থাকতে সংশ্লিষ্ট দেশগুলোকে উত্সাহ দিয়ে যাবে জাতিসংঘ: মুখপাত্র
  2018-08-07 19:30:02  cri
অগাস্ট ৭: তেহরানের ওপর যুক্তরাষ্ট্রের পুনরায় অবরোধ আরোপ সম্পর্কে গতকাল (সোমবার) জাতিসংঘ মহাসচিবের ডেপুটি মুখপাত্র ফারহান হক বলেন, ইরান-পরমাণু-চুক্তির পক্ষে থাকতে সংশ্লিষ্ট দেশগুলোকে উত্সাহ দেওয়া অব্যাহত রাখবে জাতিসংঘ।

মুখপাত্র বলেন, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরহিস বিশ্বাস করেন যে, ইরান-পরমাণু-চুক্তি একটি কূটনৈতিক সাফল্য। ইরান ও সংশ্লিষ্ট সকল পক্ষকে চুক্তি মেনে চলতে আহ্বানও জানিয়েছেন মহাসচিব। (ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040