অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের অভিযোগে কানাডার রাষ্ট্রদূতকে বহিষ্কারের ঘোষণা সৌদি আরবের
  2018-08-07 14:45:58  cri
অগাস্ট ৭: সম্প্রতি সৌদি আরবের এক অভিযানে আটক তথাকথিত মানবাধিকার কর্মীদের মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে কানাডা। এ দাবিকে সৌদি আরবের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ বলে অভিযোগ তুলে কানাডার রাষ্ট্রদূতকে বহিষ্কারের ঘোষণা এবং কানাডায় তাদের রাষ্ট্রদূতকে দেশে ফিরে আসার আদেশ দিয়েছে সৌদি আরব। গতকাল (সোমবার) ভোরে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, কানাডার এ আচরণ আন্তর্জাতিক আইনের মৌলিক চেতনা অমান্য করেছে, যা সৌদি সরকারের কাছে গ্রহণযোগ্য নয়। এজন্য কানাডায় সৌদি রাষ্ট্রদূতকে দেশে ফিরে আসার আদেশ দেওয়া হয়েছে এবং কানাডার রাষ্ট্রদূতকে ২৪ ঘন্টার মধ্যে সৌদি আরব থেকে চলে যাওয়ার দাবি জানানো হয়েছে। তাছাড়া দু'দেশের মধ্যে নতুন বাণিজ্যিক ও ব্যবসায়িক আদানপ্রদান সব বন্ধ করে দেওয়া হয়েছে।

সৌদি এয়ারলাইন্স একই দিন ঘোষণা করে, কানাডা টরোন্টো যাওয়ার সব ফ্লাইটের টিকিট বিক্রি বন্ধ হবে এবং আগামী ১৩ তারিখে সব ফ্লাইট চলাচল বন্ধ হবে। শিক্ষা মন্ত্রণালয়ও একই দিন ঘোষণা করেছে, কানাডায় বর্তমান অধ্যয়নরত ১২ হাজার সৌদি ছাত্রছাত্রী এবং তাদের পরিবারকে অন্য দেশে স্থানান্তর করা হবে। কানাডায় চিকিত্সারত সৌদি নাগরিকদের অন্য দেশে স্থানান্তর করা হবে বলেও দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

গত সপ্তাহে কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায়, সম্প্রতি সৌদি আরবে যেভাবে নারী এবং মানবাধিকার কর্মীদের গ্রেফতার করা হচ্ছে তাতে তারা গভীরভাবে উদ্বিগ্ন। কানাডা তাদের মুক্তিরও দাবি জানায়।

(স্বর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040