সুরের ধারায়-'তোমার সঙ্গে'
  2018-08-08 09:05:16  cri

প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা কেমন আছেন, বেইজিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'সুরের ধারায়' আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি শুয়েইফেইফেই।

প্রতি সপ্তাহের এই সময় আমার কাছে খুব আনন্দের এবং সৌভাগ্যের। কারণ এই সময় আপনাদের সঙ্গে সংগীতের মাধ্যমে মনের কিছু কথা শেয়ার করতে পারি। যদিও চীন এবং বাংলাদেশের মধ্যে ভৌগলিক দূরত্ব অনেক বেশি, তবে সংগীতের জগতে কোনো সীমানা নেই, আপনাদের সঙ্গে সুন্দর গান শুনতে শুনতে অনুভব করি যেন আমি আপনাদের সাথেই আছি, তা আমার জন্য খুব সুন্দর মুহূর্ত।

আচ্ছা, আপনারা কি প্রস্তুত? চলুন তাহলে, আমার সঙ্গে প্রবেশ করুন সংগীতের দুনিয়ায়।

প্রিয় বন্ধুরা, প্রথমে শুনুন 'আগামী সপ্তাহে ব্রিটেনে যাবো' নামে একটি গান, গানের কন্ঠশিল্পী ছেন ছি চেন। (১)

প্রিয় বন্ধুরা, এখন শুনুন 'জিনান, জিনান' নামে একটি গান, গানের কন্ঠশিল্পী ছেন সিয়াও সুং। জি নান এক শহরের নাম, শহরটি চীনের শান তুং প্রদেশের রাজধানী। তা শান তুং প্রদেশের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, সড়ক যোগাযোগ ও বিজ্ঞানের কেন্দ্র। আচ্ছা, এখন শুনুন এই গানটি। (২)

প্রিয় শ্রোতাবন্ধুরা, শুনলেন 'জিনান, জিনান' নামে গানটি। এখন যে গান আপনাদের শোনাতে যাচ্ছি, এর শিরোনাম 'নির্জীব হওয়ার আগে'। গানটি গেয়েছে সঙ্গীতব্যান্ড 'দিউ হো ছে'। ব্যান্ডটি গঠিত হয় ২০০৪ সালে, ব্যান্ডের সব সদস্যই চীনের হেই লুং জিয়াং প্রদেশের নাগরিক। কেউ কেউ বলে, তাদের সংগীত মানুষের মনকে উষ্ণ করতে পারে। আপনার কি মনে হয়?(৩)

প্রিয় বন্ধুরা, এখন শুনুন দিউ হো ছে ব্যান্ডের আরেকটি গান, গানের নাম 'কারজালি পথ'। কারজালি হল এই ব্যান্ডের সদস্যের জন্মস্থানের একটি পথ, গানটিতে জন্মস্থানের প্রতি তাদের গভীর ভালোবাসা বর্ণনা করা হয়েছে, আচ্ছা, শুনুন গানটি। (৪)

প্রিয় বন্ধুরা, এখন শুনুন আরেকটি সুন্দর গান, গানের নাম 'যখন আমরা বৃদ্ধ হবো, তখন আমরা ছুংছিং শহরে থাকবো' নামে একটি গান। বন্ধুরা, ছুংছিং চীনের একটি শহর। শহরটি চীনের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। 'পাহাড়ি শহর' হিসেবে ছুংছিং চীনে খুব জনপ্রিয় এক শহর। সেখানকার দৃশ্য সুন্দর, খাবারও অনেক সুস্বাদু, আচ্ছা, শুনুন গানটি। (৫)

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন আরেকটি সুন্দর গান, গানের নাম 'ইন ছুয়ানে বড় হওয়া'। ইন ছুয়ান শহর চীনের নিংসিয়া হুই স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী। শহরটি চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ এক শহর এবং মুসলিম অধ্যুষিত এলাকা। আচ্ছা, এখন শুনুন 'ইন ছুয়ানে বড় হওয়া' নামে গানটি। (৬)

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন খুব মধুর একটি গান, গানের নাম 'তোমার সঙ্গে', গানের কন্ঠশিল্পী ইয়ু চিয়া ইয়ু। হ্যাঁ, প্রিয় মানুষের সঙ্গে থাকা কতই না মজার, তাই না? আচ্ছা, শুনুন গানটি। (৭)

প্রিয় শ্রোতাবন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, তবে বিদায় নেওয়ার আগে আপনাদের শোনাবো আরেকটি সুন্দর গান, গানের নাম 'তোমার কথা মিস করি'। গেয়েছেন কন্ঠশিল্পী সুই চিয়া ইং। (৮)

(শুয়েই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040