সুরের ধারায়-"জানো কি না'
  2018-08-07 14:13:14  cri

প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা কেমন আছেন, বেইজিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'সুরের ধারায়' আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি শুয়েইফেইফেই।

প্রতি সপ্তাহের এই সময় আমার কাছে খুব আনন্দের এবং সৌভাগ্যের। কারণ এই সময় আপনাদের সঙ্গে সংগীতের মাধ্যমে মনের কিছু কথা শেয়ার করতে পারি। যদিও চীন এবং বাংলাদেশের মধ্যে ভৌগলিক দূরত্ব অনেক বেশি, তবে সংগীতের জগতে কোনো সীমানা নেই, আপনাদের সঙ্গে সুন্দর গান শুনতে শুনতে অনুভব করি যেন আমি আপনাদের সাথেই আছি, তা আমার জন্য খুব সুন্দর মুহূর্ত।

আচ্ছা, আপনারা কি প্রস্তুত? চলুন তাহলে, আমার সঙ্গে প্রবেশ করুন সঙ্গীতের দুনিয়ায়।

বন্ধুরা, প্রথমে শুনুন "জানো কি না' নামে একটি গান, গানের কন্ঠশিল্পী হু সিয়া। (১)

প্রিয় বন্ধুরা, এখন যে গান আপনাদের শোনাতে যাচ্ছি, এর শিরোনাম 'গাছের পাতা থেকে দেখা যায় সূর্যের আলো'। বন্ধুরা, এই গান না শুনলে গানের শিরোনাম দেখেও খুব ভালো লাগছে, তাই না? গ্রীষ্মকালে গাছের পাতা থেকে মাটিতে দেখা যায় সূর্যের ছায়া, এমন মূহূর্তে যেন সব দুঃখ ও চিন্তা চলে যায়। আচ্ছা, শুনুন গানটি। (২)

প্রিয় বন্ধুরা, এখন শুনুন আরেকটি মধুর গান, গানের নাম 'বিচ্ছেদের পর আর বন্ধু হতে চাই না'। গানের কন্ঠশিল্পী লিয়াং উন ইন। প্রিয় বন্ধুরা, অনেকেই বলে, প্রেমে ভেঙে যাওয়ার পর দু'জন আর বন্ধু হতে পারে না, কারণ পরে আবার পরস্পরকে দেখে একটু বিব্রত লাগে। আর কেউ কেউ মনে করে, সত্যি বন্ধু হতে পারে না, কারণ তাকে দেখে আগের সুন্দর মূহূর্ত মনে ভেসে আসবে, আসলে তা খুব মর্মাহত অনুভূতি। আপনার কি মনে হয়? আচ্ছা, শুনুন গানটি। (৩)

প্রিয় বন্ধুরা, শুনলেন 'বিচ্ছেদের পর আর বন্ধু হতে চাই না' নামে একটি গান। এখন শুনুন আরেকটি প্রেমের গান, গানের নামই 'প্রেম'। গানের কন্ঠশিল্পী লিউ সি চুন। প্রেম মানুষের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। প্রেমের কারণে মানুষের জীবনও রঙিন হয়ে যায়। আর কেউ কেউ বলে, প্রেমের কারণে মানুষ সবসময় তরুণ হতে পারে, অন্তত মানসিক দিকে। আপনার কি মনে হয়?(৪)

প্রিয় বন্ধুরা, শুনলেন 'প্রেম' নামে একটি গান। এখন যে গান আপনাদের শোনাতে যাচ্ছি, এর শিরোনাম 'তোমার সঙ্গে বিশ্বের শেষে যাবো'। গানের কন্ঠশিল্পী উ ছিং ফেং। এই গানের নাম আমার খুব পছন্দের। ভালোবাসা তো এমন জিনিস, তা মানুষকে সাহস দেয়, মানুষকে আস্থা দেয়। প্রিয় মানুষের সঙ্গে সব জায়গায় যাওয়া যায়। আচ্ছা, শুনুন গানটি। (৫)

প্রিয় বন্ধুরা, এখন শুনুন আরেকটি প্রেমের গান, কিন্তু এই গান ঝগড়া সম্পর্কিত, গানের নাম 'যখন প্রত্যেক বার আমাদের ঝগড়া হয়'। আচ্ছা, আমরা গানের মাধ্যমে উপভোগ করি কন্ঠশিল্পীর মনের কথা। শুনুন গানটি। (৬)

প্রিয় বন্ধুরা, এখন শুনুন আরেকটি সুন্দর গান, গানের নাম 'আমি মনে করি'। গানের কন্ঠশিল্পী সুই উই। আমি মনে করি, তুমি নিখুঁত প্রেমিক। আমি মনে করি, আমি তোমাকে ভালোবাসি, আমি মনে করি, তুমিই আমার সব পৃথিবী। আচ্ছা, শুনুন রোমান্টিক এই গান। (৭)

প্রিয় শ্রোতাবন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম। তবে বিদায় নেওয়ার আগে আপনাদের শোনাতে যাচ্ছি আরেকটি খুব সুন্দর গান, গানের নাম 'আমরা একসাথে থাকতে পারি'। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে। (৮)

(শুয়েই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040