বেইজিংয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনের প্রেসিডেন্টের সঙ্গে চীনা পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
  2018-08-07 10:33:02  cri
অগাস্ট ৭: চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল (সোমবার) বেইজিংয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনের প্রেসিডেন্ট মারিয়া ফার্নান্দা গার্সেসের সঙ্গে বৈঠক করেন।

ওয়াং ই বলেন, আন্তর্জাতিক সমাজের উচিত বহুপক্ষবাদের ঐকমত্য জোরদার করা, জাতিসংঘের ভূমিকাকে রক্ষা করা, জাতিসংঘ সনদ ও নীতি কেন্দ্রিক আন্তর্জাতিক ব্যবস্থাকে রক্ষা করা, আরো উন্মুক্ত, সহনশীল, ভারসাম্যপূর্ণ ও উভয়ের কল্যাণের দিকে অর্থনীতির বিশ্বায়ন ত্বরান্বিত করা। বিভিন্ন পক্ষের উচিত দৃঢ়ভাবে একতরফা নীতি এবং বাণিজ্য সংরক্ষণবাদের বিরোধিতা করা, বিশ্বের জনগণের অভিন্ন স্বার্থ রক্ষা করা।

মারিয়া বলেন, চীন বরাবরই বহুপক্ষবাদ ও জাতিসংঘের ভূমিকাকে সমর্থন করে, তিনি এর জন্য ধন্যবাদ জানান। 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ বিশ্বের উন্নয়নের জন্য ইতিবাচক অবদান রাখবে, তিনি অব্যাহতভাবে তা সমর্থন করবেন। (শুয়েই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040