কাতারে যুক্তরাষ্ট্র ও তালিবানের সরাসরি সংলাপ
  2018-08-07 10:26:00  cri
অগাস্ট ৭: আফগানিস্তানের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আব্দুল্লাহ এদিন জানিয়েছেন, সম্প্রতি কাতারে তালিবানের সাথে সরাসরি সংলাপ করেছে যুক্তরাষ্ট্র এবং এ সংলাপের কিছু বিষয় জানতে পেরেছে আফগান সরকার।

গতকাল (সোমবার) আফগান গণমাধ্যম সূত্রে জানা গেছে, এদিন মন্ত্রিসভার সম্মেলনে আব্দুল্লাহ বলেন, শান্তি আলোচনা করতে তালিবানের জন্য আফগান সরকারের দরজা সবসময়ই খোলা। তালিবানকে সবসময়ই সামরিক সংগ্রাম ত্যাগ করতে আহ্বান জানায় আফগান সরকার।

তিনি আরো বলেন, দেশের যে কোনো এলাকা তালিবান প্রশাসনের অনুমোদন দেবে না আফগান সরকার এবং দৃঢ়ভাবে জাতীয় নীতি লঙ্ঘনকারী আচরণের বিরোধিতা করবে। সরকারের সাথে যুদ্ধ করলে তালিবানকে আফগানিস্তানের শত্রু হিসেবে আখ্যায়িত করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

জানা গেছে, জুলাই মাসের শেষ দিকে কাতারের রাজধানী দোহাতে গোপনে সাক্ষাত্ করে তালিবান ও মার্কিন প্রতিনিধি। এতে আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার, তালিবান ও আফগান সরকারের যুদ্ধবিরতি ইত্যাদি নিয়ে আলোচনা হয়। এ খবর সত্যি হলে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের কৌশল পরিবর্তন হবে বলে মনে করেন বিশ্লেষকরা। (সুবর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040