ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯৮ জনে দাঁড়িয়েছে
  2018-08-07 09:59:16  cri
অগাস্ট ৭: ইন্দোনেশিয়ার লমবক দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯৮ জনে দাঁড়িয়েছে, সেই সঙ্গে ৩০৪৩ জন পর্যটককে নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে। তবে সংশ্লিষ্ট দ্বীপে আরো অনেক পর্যটককে স্থানান্তর করা উচিত।

গত রোববার লমবক দ্বীপে রিখ্টার স্কেলে ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর ফলে অনেক পর্যটক আটকে পড়ে। ভূমিকম্পের পর পরই দেশের রাষ্ট্রীয় উদ্ধার কেন্দ্র, দুর্যোগ প্রতিরোধ বিভাগ, সামরিক পুলিশ এবং স্থানীয় চিকিত্সা সংস্থা জরুরি ব্যবস্থা গ্রহণ করে। সেখানে চীনা কনসুলেট জেনারেল জানিয়েছে, বর্তমানে ৩৯ জন চীনা পর্যটককে নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে।

ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রতিরোধ বিভাগের মুখপাত্র সুতোপো পুরওয়া নুগ্রোহো গতকাল (সোমবার) সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯৮ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে ২৩৬ জন। ভেঙ্গে পড়েছে কয়েক হাজার বাড়িঘর। খবর রয়টার্সের।

ভূমিকম্পে পর্যটন দ্বীপটির বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ সংযোগ। ভেঙ্গে গেছে রাস্তাঘাট। হতাহতের সংখ্যা আরো বাড়বে বলে অনুমান করা হচ্ছে। (শুয়েই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040