ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আবারও নিষেধাজ্ঞা, সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতি ইইউ'র সর্বশেষ পাল্টা ব্যবস্থা
  2018-08-07 09:58:46  cri
অগাস্ট ৭: মার্কিন হোয়াইট হাউস গতকাল (সোমবার) ঘোষণা করেছে, যুক্তরাষ্ট্র আজ (মঙ্গলবার) থেকে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরও জোরদার করবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৫ সালের পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর তারা তেহরানের বিরুদ্ধে আবারো নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে।

হোয়াইট হাউসের প্রকাশিত বিবৃতি থেকে জানা গেছে, মঙ্গলবার গ্রিনিচ মান সময় ০৪০১ টার পর ইরান আর মার্কিন ব্যাঙ্কনোট ক্রয় করতে পারবে না এবং তেহরানের কার্পেট রপ্তানিসহ দেশটির বিভিন্ন শিল্প-প্রতিষ্ঠানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

একই দিন, ইইউ কমিশন তার ওয়েবসাইটে ঘোষণা করে, যুক্তরাষ্ট্র আবারও ইরানের ওপর শাস্তি আরোপের সঙ্গে সঙ্গে ইইউ'র সর্বশেষ পাল্টা ব্যবস্থার নিয়মবিধি মঙ্গলবার কার্যকর হয়েছে। যাতে ইইউ নাগরিক ও কোম্পানির স্বার্থ রক্ষা করা যায়। এই নিয়মবিধি অনুযায়ী, ইইউ কমিশনের বিশেষ অনুমোদন ছাড়া ইইউ নাগরিক ও কোম্পানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বৈদেশিক শাস্তির নিয়ম মেনে নেওয়া হবে না ।

ইইউ'র কূটনীতি ও নিরাপত্তানীতি বিষয়ক উচ্চ পদস্থ প্রতিনিধি ফেডেরিকা মোগেরিনি এদিন ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি এই তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক যৌথ বিবৃতি প্রকাশ করেন। তারা যুক্তরাষ্ট্র আবারও ইরানের ওপর শাস্তি আরোপ করায় দুঃখ প্রকাশ করেন। (শুয়েই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040