চীন থেকে ভারতে এসএফ এক্সপ্রেসের সরাসরি মালবাহী ফ্লাইট চালু হয়
  2018-08-06 18:57:01  cri
অগাস্ট ৬: চীনের এসএফ এক্সপ্রেস শেন চো 'পাও আন' আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতের চতুর্থ বৃহত্তম শহর বিমানবন্দর পর্যন্ত সরাসরি মালবাহী ফ্লাইট চালু করেছে। গতকাল (রোববার) এ-রুটের প্রথম বিমানটি ৫ ঘন্টায় চীন থেকে ৪৩০০ কিলোমিটার অতিক্রম করে চেন্নাই পৌঁছায়।

বর্তমানে এসএফ এক্সপ্রেস ডেলিভারি কোম্পানি যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া, জাপান ও মালয়েশিয়াসহ ৫৩টি দেশে সেবা দিচ্ছে।

পরিসংখ্যান অনুসারে, চলতি বছরের প্রথমার্ধে চীনের মূল ভূখণ্ড থেকে বিভিন্ন দেশ এবং তাইওয়ান, হংকং ও ম্যাকাওয়ে শুধু এসএফের এক্সপ্রেস ডেলিভারির সংখ্যা ছিল ৫২ কোটি, যা গত বছরের একই সময়ের চেয়ে ৪০ শতাংশ বেশি। (ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040