বাণিজ্যযুদ্ধের প্রথম শিকার জার্মানির গাড়ি
  2018-08-06 16:55:22  cri
জুলাই ৬: ট্রাম্প প্রশাসনের চাপিয়ে-দেওয়া-বাণিজ্যযুদ্ধের ফলে চীনে জার্মান গাড়ির দাম বেড়েছে। এতে চীনা ভোক্তাদের মধ্যে প্রতিক্রিয়া না-হলেও, সংশ্লিষ্ট খাতের মার্কিন উত্পাদন-কর্মীরা উদ্বেগ প্রকাশ করেছেন। কারণ, চলমান বাণিজ্যযুদ্ধের ফলে মার্কিন কর্মীদের কর্মচ্যুতির হার বাড়তে পারে।

বাণিজ্যযুদ্ধ ইতোমধ্যেই বিভিন্ন খাতে নেতিবাচক প্রভাব ফেলতে শুরু করেছে। গাড়িশিল্পখাত এগুলোর মধ্যে অন্যতম। যুক্তরাষ্ট্রের জেনারেল ইলেক্ট্রিক কোম্পানি ও ফোর্ডের পাশাপাশি জার্মানির বিএমডব্লিউসহ বিভিন্ন গাড়ি-কোম্পানি এতে ক্ষতিগ্রস্ত হতে শুরু করেছে।

বিগত ৯ বছর ধরেই চীন বিশ্বের বৃহত্তম গাড়ি-বাজার। বাণিজ্যযুদ্ধের ফলে অনেক গাড়ি উত্পাদনকারী প্রতিষ্ঠানই চীনের বাজার হারাতে পারে—এমন আশঙ্কা সৃষ্টি হয়েছে। ফলে বিএমডব্লিউসহ বিখ্যাত গাড়ি উত্পাদনকারী শিল্পপ্রতিষ্ঠানসমূহ ইতোমধ্যেই আশঙ্কা প্রকাশ করেছে যে, বাণিজ্যযুদ্ধ অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রে গাড়ি উত্পাদন কমে যাবে এবং মার্কিন কর্মীরা চাকরি হারাতে থাকবেন। (ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040