চীনের 'পিপা প্যাভিলিয়ন' থেকে 'সাংস্কৃতিক ইয়াংসি নদীর' আকর্ষণীয় শক্তি
  2018-08-06 16:27:12  cri
অগাস্ট ৬: চীনের চিয়াং সি প্রদেশের চিউ চিয়াং শহরে অবস্থিত পিপাথিং বা পিপা প্যাভিলিয়ন চীনের থাং রাজবংশের আমলে নির্মাণ করা হয়। থাং রাজবংশের একজন বিখ্যাত কবি পাই চু ইয়ের 'পিপাসিং' কবিতার কারণে এ প্যাভিলিয়ন বিখ্যাত হয়ে ওঠে। হাজার হাজার বছর ধরে পিপাথিং বেশ কয়েকবার সম্প্রসারণ করা হয় এবং প্রতিবারই তা ইয়াংসি নদীর পাশেই নির্মাণ করা হয়।

পিপাথিংয়ের সামনে ইয়াংসি নদী এবং পিছনে পিপা হ্রদ। পিপাথিংয়ের প্রায় এক হাজারেরও বেশি সময়ের ইতিহাস রয়েছে।

পাই চু ই নামে থাং রাজবংশের কবি সুন ইয়াং নদী অর্থাত্ বর্তমান চিয়াং সি প্রদেশের চিউ চিয়াং শহরের উত্তর ইয়াংসি নদীর কাছাকাছি অতিথির কাছ থেকে বিদায় নেন। এই সময় রাতে নদীতে পিপা বাজানো এক লোকের সঙ্গে তাঁর সাক্ষাত্ হয়। পিপা বাদকের জীবনের গল্প শোনার পর পাই চু ই 'পিপাসিং' নামে একটি কবিতা লিখে তাকে উপহার দেন। তখন থেকে পিপাথিং বা পিপা প্যাভিলিয়নের নাম সৃষ্টি হয়। ইতিহাসে পিপা প্যাভিলিয়ন বহুবার নির্মিত হয়। ১৯৮৭ সালে চিউ চিয়াং শহরের উদ্যোগে ইয়াংসি নদীর সেতুর পূর্ব দিকে আবার পিপা প্যাভিলিয়ন নির্মাণ করা হয় এবং ১৯৮৯ সালে এর নির্মাণ কাজ শেষ হয়। সাম্প্রতিক বছরগুলোতে পিপা প্যাভিলিয়ন পরিদর্শনকারীর সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। পিপা প্যাভিলিয়ন কয়েকবার প্রসারিত হয়েছে। অব্যাহতভাবে পিপা প্যাভিলিয়ন পূনর্নির্মাণের কারণ সম্পর্কে চিউ চিয়াং শহরের আঞ্চলিক সাংস্কৃতিক বিশেষজ্ঞ ওয়াং চিয়েন চে সাংবাদিকদের সঙ্গে তার ভাবনা শেয়ার করেন। তিনি বলেন,

'পিপা প্যাভিলিয়ন শুধুমাত্র চিউ চিয়াং শহরের একটি সাংস্কৃতিক 'নামফলক' নয়, এটি ইয়াংসি নদীর মধ্য অববাহিকার একটি চমত্কার সাংস্কৃতিক 'নামফলক'ও বটে।। পিপা প্যাভিলিয়ন চিউ চিয়াংয়ের ইতিহাস ও সংস্কৃতির একটি অংশ হিসেবে ইতিহাসে বহুবার পুনর্নির্মিত হয়। এটি চিউ চিয়াংয়ের আইকন বিল্ডিং বা প্রতীকসম্পন্ন স্থাপনা হয়ে ওঠে।'

প্রসারিত পিপা প্যাভিলিয়ন অঞ্চল ঐতিহ্যবাহী প্রাকৃতিক দৃশ্যের সঙ্গে সংমিশ্রণ ঘটানো হয়, তৈরি করা হয় পার্ক। এর আশেপাশে ভৌগলিক অবস্থা অনুযায়ী প্রাকৃতিক দৃশ্য এবং কৃত্রিম স্থাপনা নিখুঁতভাবে সংমিশ্রণ ঘটানো হয়। পিপা প্যাভিলিয়নে দাঁড়িয়ে দূরের ইয়াংসি নদী এবং নদীর জাহাজসহ বিভিন্ন দৃশ্য দেখতে পারেন পর্যটকেরা। পিপা প্যাভিলিয়নের ইতিহাস ও গল্প শোনার পর চায়না মিডিয়া গ্রুপের এক বিদেশি সাংবাদিক নগুয়েন থানহ ট্রুং বলেন,

'এবার আমি স্বচোক্ষে পিপা প্যাভিলিয়ন দেখেছি। আমি মনে করি, সেখানকার সুগভীর ইতিহাস আছে। কারণ এর জন্ম বিখ্যাত কবি পাই চু ইয়ের সঙ্গে সম্পৃক্ত। এক হাজারেরও বেশি বছরের ইতিহাসের পর থাং রাজবংশ থেকে ছিং রাজবংশ পর্যন্ত এর নির্মাণ কাজ হয়। বিশেষ করে এখন আঞ্চলিক সরকারের যত্নে এটি খুব ভালোভাবে সংরক্ষণ করা হয়। যদিও বর্তমান প্যাভিলিয়ন আগের নয়, তবে আগের রূপ অনুযায়ী পুনর্নির্মিত হয়।'

চিউ চিয়াং শহরের আঞ্চলিক সাংস্কৃতিক বিশেষজ্ঞ ওয়াং চিয়েন চে বলেন, ইয়াংসি নদী চীনা জাতির শ্রেষ্ঠ সংস্কৃতিতে ভরপুর। তিনি মনে করেন, 'সাংস্কৃতিক ইয়াংসি নদী' সৃষ্টি করা হলো ইয়াংসি নদীর অর্থনৈতিক অঞ্চলের সমন্বিত উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ। তিনি বলেন,

'ইয়াংসি নদী অর্থনৈতিক একটি নদী ছাড়াও, সাংস্কৃতিক একটি নদীও বটে। কয়েক দশক বছর পর আমরা পুরাতত্ত্বের মাধ্যমে অনেক সুপ্রাচীন সাংস্কৃতিক ধ্বংসাবশেষ আবিষ্কার করেছি। ইয়াংসি নদীকে আমাদের মাতৃনদী বলে ডাকার কারণ হলো এতে হাজার হাজার বছর ধরে চীনা জাতির মানুষকে লালনপালন করা হয়।' (লিলি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040