সহজ চীনা ভাষা-'কণ্ঠহার'(২)
  2018-08-06 16:14:46  cri
প্রিয় শ্রোতা বন্ধুরা, সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপ এবং চীনের শিক্ষা মন্ত্রণালয়ের যৌথ সহযোগিতায় চীনের ৭০ জনেরও বেশি রাষ্ট্রীয় পর্যায়ের শ্রেষ্ঠ উপস্থাপক ও শব্দ প্রকৌশলীরা (sound engineer) চীনের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের জন্য 'চীনা ভাষা শিক্ষা-উপকরণের অডিও সংস্করণ' প্রকাশ করেছেন। এর উদ্দেশ্য হচ্ছে, শিক্ষার্থীদের চীনা ভাষা শেখানোর ক্ষেত্রে উচ্চ মান বাজায় রাখা। এতে চীনের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ চীনের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের সব চীনা ভাষার পাঠকে অন্তর্ভুক্ত করা হয়েছে। চীনের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের ১৫ কোটি শিক্ষার্থী ও ৯০ লাখেরও বেশি শিক্ষক লাভবান হবে।

আসলে বিদেশি যে কোনো ভাষা শেখার জন্য প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীর মতই শুরু থেকে শেখা উচিত। আর চীনের প্রকাশিত এই 'অডিও চীনা ভাষা শিক্ষা-উপকরণ' আমাদের শ্রোতাবন্ধুদের চীনা ভাষা শেখার ক্ষেত্রে অনেক সহায়ক হতে পারে। তাহলে আমাদের 'সহজ চীনা ভাষার' আসরে আমরা এই অডিও শিক্ষা-উপকরণের ভিত্তিতে চীনা ভাষার এই আসর পরিচালনা করব। আমাদের বিশ্বাস, আপনারা এর মাধ্যমে নিশ্চয়ই অনেক কিছুই শিখতে পারবেন।

আজ আমরা এর নবম পাঠের দ্বিতীয়াংশ নিয়ে কিছু শেখাবো। চীনের প্রাথমিক স্কুলের প্রথম শ্রেণীর নবম পাঠ 'কণ্ঠহার', আর এর চীনা ভাষা হলো 项链xiàng liàn । প্রথমে আমরা এই পাঠের অডিও শুনবো।

(রেকর্ডিং)

বন্ধুরা, এই পাঠের প্রধান বিষয় হলো, নীল সমুদ্র, প্রশস্ত/চওড়া এবং দূরত্ব। হলুদ সৈকত, লম্বা এবং নরম। তুষারের মত সাদা ঢেউ হাসতে হাসতে সৈকতে এসে পড়ে, ছোট ছোট শঙ্খ ও খোল পড়ে থাকে। ছোট ছোট শিশুরা এসে ছোট ছোট শঙ্খ ও খোল দিয়ে সুন্দর কণ্ঠহার তৈরি করে, বুকের সামনে ধরে রাখে। তাদের আনন্দিত পায়ের ছাপ সোনার কণ্ঠহারের মতো সমুদ্রসৈকতের বুকে পড়ে থাকে।

বন্ধুরা, এই পাঠ আপনাদের জন্য কিছুটা লম্বা। কিন্তু, কোনো চিন্তা করবেন না। এই পাঠ থেকে আপনারা যদি কিছু মৌলিক শব্দ শিখতে পারেন, তাহলেই চলবে। প্রথমে আপনাদের শেখাবো আজকের প্রধান শব্দ। তা-হলো এই পাঠের শিরোনাম, 项链xiàng liàn, মানে কণ্ঠহার।

笑 হাসা xiào

捡 jiǎn pick up

小小的xiǎo xiǎo de ছোট ছোট

彩色的cǎi sè de রঙিন

自己zì jǐ নিজে

快活kuài huó আনন্দ, খুশি

脚印jiǎo yìn পায়ের দাগ

金色jīn sè সোনালি golden

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040