আফগানিস্তানের পূর্বাঞ্চলে সরকারি বাহিনীর অভিযানে ৫১জন তালিবান নিহত
  2018-08-06 14:00:11  cri
অগাস্ট ৬: আফগান বাহিনীর গত ২৪ ঘন্টায় পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে চালানো সন্ত্রাস দমন অভিযানে ৫১জন জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। গত শনিবার প্রকাশিত এক বিবৃতিতে এ খবর জানিয়েছে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, এবারের অভিযানের প্রধান লক্ষ্য হচ্ছে কুনার প্রদেশে তালিবান সন্ত্রাসীদের প্রধান আস্তানা ধ্বংস করা। অভিযানে তালিবানের একজন উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হয়েছে বলে জানা গেছে। ঘাজিয়াবাদ ও আসমার অঞ্চলে তালিবানের দুজন 'ছায়া গভর্নর' এ অভিযানে নিহত হয়েছে বলে জানা গেছে।

বিবৃতিতে আরো বলা হয়, এবারের অভিযানে আফগান বাহিনী হালকা ও ভারী অস্ত্রও উদ্ধার করেছে।

স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে প্রকাশ, তালিবান এ অভিযানের কথা স্বীকার করেছে, কিন্তু এতে কোনো উচ্চপদস্থ কর্মকর্তার প্রাণ হারানোর কথা অস্বীকার করেছে।

বিশ্লেষকরা মনে করেন, আফগান সরকার চলতি বছরের মধ্যে তালিবানের সাথে অস্থায়ী যুদ্ধবিরতি করতে চায়, তাই বিভিন্ন স্থানে অভিযান জোরদার করেছে।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রাদমানিশ গত শনিবার জানিয়েছে, বর্তমানে কেবল ১১টি জায়গা এখনো তালিবানের নিয়ন্ত্রণে রয়েছে। তাদের নির্মূলে সামরিক পক্ষের অভিযান চলতে থাকবে। (স্বর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040