সিনাই উপদ্বীপে মিশরের সামরিক পক্ষের অভিযানে ৫২ জঙ্গি নিহত
  2018-08-06 13:51:14  cri
অগাস্ট ৬: একটানা কয়েক দিন ধরে সিনাই উপদ্বীপে মিশরের সামরিক পক্ষের চালানো সন্ত্রাস দমন অভিযানে ৫২জন জঙ্গি নিহত এবং ৪৯জন সন্দেহভাজন গ্রেফতার হয়েছে। মিশরের আল-আহরাম বার্তা থেকে এ খবর পাওয়া গেছে।

খবরে সামরিক পক্ষের উদ্ধৃতি দিয়ে বলা হয়, সিনাই উপদ্বীপের মধ্য ও উত্তরাঞ্চলে চালানো সন্ত্রাস দমন অভিযানে ৩৯জন 'চরম বিপজ্জনক' জঙ্গি নিহত হয়েছে এবং উত্তর সিনাই প্রদেশের রাজধানী আল-আরিশে ১৩জন নিহত হয়েছে।

অভিযানে সামরিক পক্ষ ৪৯জন সন্দেহভাজনকে গ্রেফতার এবং ৬৪টি বোমা নিষ্ক্রিয় করেছে। তাছাড়া সন্ত্রাসীদের ২৬টি আস্তানা ও ৪টি সুড়ঙ্গ ধ্বংস করা হয়েছে।

গত ফেব্রুয়ারি মাস থেকে মিশরের সামরিক বাহিনী 'সিনাই ২০১৮' নামক সন্ত্রাস দমন অভিযান শুরু করে। এ পর্যন্ত কয়েক'শ সন্ত্রাসী অভিযানে নিহত হয়েছে।

(স্বর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040