পাল্টা ব্যবস্থা হিসেবে যুক্তরাষ্ট্রের কিছু পণ্যের ওপর রাশিয়ার শুল্ক আরোপ
  2018-08-06 10:54:08  cri
অগাস্ট ৬: রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভের স্বাক্ষরিত আদেশনামা অনুযায়ী, গতকাল (রোববার) থেকে রাশিয়া আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত আংশিক পণ্যের ওপর ২৫ থেকে ৪০ শতাংশ শুল্ক আরোপ করেছে। এটি ইস্পাত ও অ্যালুমিনিয়াম পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিরুদ্ধে রাশিয়ার পাল্টা ব্যবস্থা।

আদেশনামায় উল্লেখ করা হয়, বিশ্ব বাণিজ্য সংস্থার সংশ্লিষ্ট নিয়ম অনুযায়ী, ইস্পাত ও অ্যালুমিনিয়াম পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের সংশ্লিষ্ট বিষয়ে পাল্টা ব্যবস্থা নেয়ার অধিকার আছে রাশিয়ার। তাই রাশিয়া যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত সড়ক নির্মাণ যন্ত্র, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস যন্ত্রসহ কিছু পণ্যের ওপর ২৫ থেকে ৪০ শতাংশ শুল্ক আরোপ করেছে।

স্থানীয় তথ্য মাধ্যমের খবরে প্রকাশ, রাশিয়া প্রতি বছর যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৩১৬ কোটি মার্কিন ডলারের উপরোক্ত পণ্য আমদানি করে।

গত ৬ জুলাই রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ এই আদেশনামা স্বাক্ষর করেন। দেশটির আইন অনুযায়ী, আদেশনামা স্বাক্ষরিত হওয়ার ৩০ দিন পর তা আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়। (শুয়েই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040