ভেনেজুয়েলার প্রেসিডেন্টের উপর ড্রোন হামলার সঙ্গে জড়িত কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি গ্রেফতার
  2018-08-06 10:22:14  cri
অগাস্ট ৬: ড্রোন হামলার সঙ্গে জড়িত সন্দেহভাজন কয়েকজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে স্থানীয় সময় গতপরশু (শনিবার) রাতে টেলিভিশন ভাষণে ঘোষণা করেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।

তিনি বলেন, ড্রোন হামলার উদ্দেশ্য ছিলো তাঁকে হত্যা করা। তদন্ত থেকে জানা গেছে, এ হামলা ভেনেজুয়েলা ও কলম্বিয়ার চরম ডানপন্থীর সাথে জড়িত। কলম্বিয়ার প্রেসিডেন্ট সান্তোস এ ঘটনায় সরাসরি জড়িত বলেও উল্লেখ করেন মাদুরো, তাই দেশটির সাথে সীমান্তে সতর্কতা জোরদার করা হয়েছে।

সন্ত্রাসী হামলার ভয় না করে আগের মতো দেশের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে মনোযোগ দেবেন বলে ঘোষণা করেন মাদুরো। সেই সঙ্গে দেশে ধারাবাহিক অর্থনৈতিক সংস্কার চালু করা হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, ৪ অগাস্ট বিকেলে রাজধানী কারাকাসে সামরিক বাহিনীর ৮১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনী অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় কয়েকটি ড্রোন মাদুরোর উপর হামলা চালায়, তবে এ হামলা ব্যর্থ হয়। এতে রাষ্ট্রীয় গার্ড দলের ৭ জন সদস্য আহত হন।(সুবর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040