ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট
  2018-08-06 10:18:54  cri
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইন্সটিটিউট প্রতিষ্ঠালগ্ন থেকেই চীন ও বাংলাদেশের মৈত্রীর বন্ধন সুদৃঢ় করার কাজ করে চলেছে। ২০১৬ সালের ১৪ অক্টোবর বাংলাদেশ সফররত চীনা প্রেসিডেন্ট সি চিন পিং বাংলাদেশের প্রধানমন্ত্রীভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যৌথভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটসহ দু'দেশের বিভিন্ন ক্ষেত্রের গুরুত্বপূর্ণ সহযোগিতামূলক প্রকল্পগুলো উন্মোচন করেন। তাঁরা একসাথে এমন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট ২০১৫ সালের নভেম্বর মাসে চীনের কনফুসিয়াস ইনস্টিটিউটের সদরদপ্তরের অনুমোদনে ইউননান বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠান। এটি বাংলাদেশে চীনের ইউননান বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠিত দ্বিতীয় কনফুসিয়াস ইনস্টিটিউট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটে চীনা নাগরিকরা চীনা ভাষার প্রশিক্ষক হিসেবে কাজ করছেন। তারা স্থানীয় ভাষার নাগরিকদেরও চীনা ভাষার শিক্ষক হিসেবে প্রশিক্ষণ দিচ্ছেন। এর পাশাপাশি দু'দেশের উচ্চ পর্যায়ের শিক্ষাদান ও সাংস্কৃতিক বিনিময় ত্বরান্বিত করার জন্যও এ ইন্সটিটিউট কাজ করছে। এ ইনস্টিটিউট জাতীয় চীনা ভাষা মানদন্ড পরীক্ষায় উত্তীর্ণ করার উদ্দেশ্যে বিশেষ কোর্স আয়োজন করে এবং ছাত্রছাত্রীদের ব্যাপক সহায়তা করছে।

উল্লেখ্য যে, চীনা ভাষার মান পরীক্ষাকে সংক্ষেপে 'এইচএসকে' বলা হয়। এটা হচ্ছে চীন সরকার কর্তৃক নন-চীনা ভাষীদের জন্য প্রচলিত এক আন্তর্জাতিক পর্যায়ের চীনা ভাষার মানদণ্ড পরীক্ষা। এ পরীক্ষা প্রতি বছর চীনে এবং বিদেশে আয়োজিত হয়। পরীক্ষার্থীরা এ পরীক্ষায় পাশ করলে সংশ্লিষ্ট শ্রেণীর সার্টিফিকেট পান। ২০১৭ সাল পর্যন্ত হিসাব অনুযায়ী বিশ্বে মোট ৮৬০টি 'এইচএসকে' পরীক্ষা কেন্দ্র আছে। ১১২টি দেশে ৫৩০টি পরীক্ষা কেন্দ্র রয়েছে ।

'এইচএসকেকে' হচ্ছে চীনা ভাষার মান বিষয়ক মৌখিক পরীক্ষা। রেকর্ডিং এর মাধ্যমে পরীক্ষা দেওয়া হয়। বিশেষ করে শিক্ষার্থীদের মৌখিক চীনা ভাষার মান যাচাই করা হয়।

'বিসিটি' হচ্ছে ব্যবসাসংক্রান্ত চীনা ভাষা পরীক্ষা। নন-চীনা ভাষী ব্যবসায়ীদের চীনা ভাষার মান যাচাই করার জন্য স্থাপিত জাতীয় পর্যায়ের মানদণ্ড পরীক্ষা। এ পরীক্ষায় অংশগ্রহণকারীদের বয়স, শিক্ষা বা চীনা ভাষা শেখার সময়সীমার কোনো সীমাবদ্ধতা নেই।

'ওয়াইসিটি' হচ্ছে ইয়োথ চাইনিজ টেস্ট। নন-চীনা ভাষী মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীদের চীনা ভাষার মান যাচাই করা হয়। এ পরীক্ষায় লিখিত ও মৌখিক দু'টি অংশ অন্তর্ভুক্ত থাকে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিটি পরীক্ষার ওপর গুরুত্ব দেয়। পরীক্ষার আগে বিশেষ করে প্রশিক্ষণ দেওয়া হয়। যাতে শিক্ষার্থীরা মৌখিক পরীক্ষার প্রক্রিয়া এবং রেকর্ডিং সরঞ্জাম ব্যবহার করতে জানেন। এভাবে পরীক্ষার সময় শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে উত্তর দিতে পারেন এবং সুষ্ঠুভাবে পরীক্ষায় অংশ নিতে পারেন। এ সব পরীক্ষায় পাশকৃত সার্টিফিকেট চীন সরকারের বৃত্তি পেতে সহায়তা করে। আর এর মাধ্যমে চীনে গিয়ে লেখাপড়া করার স্বপ্ন বাস্তবায়িত হয় শিক্ষার্থীদের।

প্রশ্ন:

১। 'চীনা ভাষার মান পরীক্ষা' এর সংক্ষিপ্ত নাম কি?

ক. HSK খ. HSKK গ. BCT

২। চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন কনফুসিয়াস ইনস্টিটিউট উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন?

ক. ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট

খ. নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট

গ. সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুম

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040