শাংহাইয়ে উন্মুক্তকরণসংশ্লিষ্ট ২৩টি প্রকল্পের মধ্যে ৯টি বাস্তবায়িত হয়েছে
  2018-08-05 19:20:17  cri
জুলাই ৫: চীনের শাংহাইয়ে উন্মুক্তকরণসংশ্লিষ্ট ২৩টি পরীক্ষামূলক প্রকল্পের ৯টি ইতোমধ্যেই বাস্তবায়িত হয়েছে। দ্বিতীয় দফায় বাকিগুলোও বাস্তবায়িত হবে। শাংহাই পৌর উন্নয়ন ও সংস্কার কমিটির অর্থনীতি বিভাগের মহাপরিচালক কুও ইয়ু সম্প্রতি এ-তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, মাত্র তিন মাসে শাংহাইয়ের অশোধিত তেলের বাজার বিশ্বের তৃতীয় বৃহত্তম বাজারে পরিণত হয়েছে। পাশাপাশি, ফিলিপিন্স, সংযুক্ত আরব আমিরাত ও সিঙ্গাপুরসহ সংশ্লিষ্ট দেশের ব্যাংকগুলো ইতোমধ্যেই ৪০০ কোটি ইউয়ানের বেশি মূল্যের ঋণপত্র বাজারে ছেড়েছে।

তিনি আরও জানান, চলতি বছরের প্রথমার্ধে শাংহাইয়ে নতুন বৈদেশিক পুঁজির পরিমাণ দাঁড়ায় ২১৫০ কোটি মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৮.১ শতাংশ বেশি। আর্থিক খাতে উন্মুক্তকরণ প্রক্রিয়া শাংহাইয়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে জানান তিনি। (ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040