পূর্ব-এশিয়া সহযোগিতাসংক্রান্ত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ধারাবাহিক সম্মেলন সফল হয়েছে: ওয়াং ই
  2018-08-05 16:52:36  cri
অগাস্ট ৫: চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, পূর্ব-এশিয়া সহযোগিতাসংক্রান্ত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ধারাবাহিক সম্মেলন সফল হয়েছে। গতকাল (শনিবার) সিঙ্গাপুরে এ-সম্মেলনে অংশগ্রহণশেষে এক সাংবাদিক সম্মেলনে তিনি এ-কথা বলেন।

ওয়াং ই জানান, শনিবার সকালে দুটো সম্মেলন আয়োজন করা হয়। একটি হচ্ছে '১০+৩' সম্মেলন বা আসিয়ানের ১০টি দেশ এবং চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার সম্মেলন। এটি পূর্ব এশিয়া সহযোগিতার প্রধান অংশ। আরেকটি হচ্ছে '১০+৮' সম্মেলন। এই সম্মেলনে বাইরের কয়েকটি দেশও রয়েছে।

ওয়াং ই বলেন, '১০+৩' পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলন সফল হয়েছে। এতে তিনটি গুরুত্বপূর্ণ মতৈক্য হয়েছে; সিদ্ধান্ত হয়েছে: অবাধ বাণিজ্য-ব্যবস্থা রক্ষা, বাণিজ্যে সংরক্ষণবাদের বিরোধিতা, ও বহুপক্ষবাদের পক্ষে কাজ অব্যাহত রাখা হবে; পূর্ব-এশিয়ার অর্থনৈতিক কমিউনিটি প্রতিষ্ঠাকাজকে এগিয়ে নেওয়া হবে; এবং 'আঞ্চলিক সার্বিক অর্থনৈতিক অংশীদারিত্বের সম্পর্ক চুক্তি' বা 'আরসিইপি'-সংক্রান্ত আলোচনা যথাসম্ভব দ্রুত শেষ করা হবে।

(ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040