চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ সম্পর্কে মার্কিন কর্মকর্তার বক্তব্য বাস্তবতাবিবর্জিত: বেইজিং
  2018-08-04 19:29:05  cri
অগাস্ট ৪: চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ সম্পর্কে সম্প্রতি হোয়াইট হাউসের অর্থকমিটির প্রধান যে-বক্তব্য দিয়েছেন, তা বাস্তবতাবিবর্জিত। তিনি বলেছেন, চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইইউ, মেক্সিকো, জাপান ও অস্ট্রেলিয়াকে নিয়ে বাণিজ্য-জোট গড়ে তুলবে। অথচ বাস্তবতা হচ্ছে, এক নাফটা আলোচনা শেষ হতেই কয়েক বছর সময় লাগবে। বেইজিংয়ে একজন সরকারি মুখপাত্র সম্প্রতি এ-মন্তব্য করেন।

মুখপাত্র বলেন, মার্কিন কর্মকর্তার বক্তব্য শুনলে মনে হবে নাফটা আলোচনা কয়েক সপ্তাহেই শেষ হয়ে যাবে। অথচ এক্ষেত্রে বাস্তবতা সম্পূর্ণ উল্টো। আর যুক্তরাষ্ট্র-ইইউ আলোচনা সম্পর্কে ব্রিটেনের একটি পত্রিকা লিখেছে, দু'পক্ষের বাণিজ্য-আলোচনায় কৃষি একটি বড় সমস্যা। অন্যদিকে, চীনের সঙ্গে বাণিজ্য-সম্পর্ক জোরদার করার চেষ্টা করছে মেক্সিকো। তাই, মেক্সিকোকে চীনের বিরুদ্ধে পাওয়ার আশাও বাস্তবসম্মত নয়।

উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্র চীনের ২০,০০০ কোটি ডলার মূল্যের রফতানিপণ্যের ওপর শুল্কের হার ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার পরিকল্পনার কথা জানায়। পাল্টা ব্যবস্থা হিসেবে চীন যুক্তরাষ্ট্রের ৬০০০ কোটি ডলার মূল্যের রফতানিপণ্যের ওপর ৫ থেকে ২৫ শতাংশ শুল্ক বাড়ানোর পরিকল্পনার কথা জানায়। এ-প্রেক্ষাপটেই উক্ত মার্কিন কর্মকর্তা চীনের বিরুদ্ধে বাণিজ্য-জোট গঠনের কথা বলেন।(ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040