সিঙ্গাপুরে উত্তর কোরীয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ওয়াং ই'র বৈঠক
  2018-08-04 19:02:42  cri
অগাস্ট ৪: গতকাল (শুক্রবার) চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ও উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হো সিঙ্গাপুরে এক বৈঠকে মিলিত হন।

বৈঠকে ওয়াং ই বলেন, চীন ও উত্তর কোরিয়ার শীর্ষনেতাদের যৌথ প্রচেষ্টায় দু'দেশের ঐতিহ্যবাহী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নত হয়েছে। উত্তর কোরিয়ার উন্নয়নে যথাসাধ্য সহায়তা দিতে চীন ইচ্ছুক।

ওয়াং ই আরও বলেন, সম্প্রতি কোরীয় উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্ত করতে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ধারাবাহিক ব্যবস্থা গ্রহণ করে পিয়ংইয়ং। বেইজিং এর প্রশংসা করে। উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন পক্ষের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা বজায় রাখার পাশাপাশি, কোরীয় উপদ্বীপে পারমাণবিক অস্ত্রমুক্তকরণ প্রক্রিয়ায় ইতিবাচক ভূমিকা রাখতে চীন ইচ্ছুক।

এসময় রি ইয়ং হো বলৈেন, আগামী বছর চীন ও উত্তর কোরিয়ার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী পালিত হবে। চীনের সঙ্গে হাতে হাত রেখে দু'দেশের সম্পর্কের নতুন অধ্যায় উন্মোচন করতে উত্তর কোরিয়া আগ্রহী। (ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040