যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত পণ্যের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে চীন
  2018-08-03 20:34:20  cri
অগাস্ট ৩: যুক্তরাষ্ট্র বুধবার রাতে চীনের ২০০ বিলিয়ন ডলার পণ্যে ১০ থেকে ২৫ শতাংশ হারে শুল্ক আদায় শুরু করার কথা ঘোষণা করেছে। এ সম্পর্কে চীন আইন অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত প্রায় ৬০ বিলিয়ন মার্কিন ডলার পণ্যে চারটি বিভিন্ন স্তরের শুল্ক বৃদ্ধি করবে।

চীনা বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আজ (শুক্রবার) বেইজিংয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, চীনের বিভিন্ন স্তরের শুল্ক বৃদ্ধি ব্যবস্থা হল যুক্তিসংগত ও সহনশীল। চীন ব্যাপকভাবে মতামত শোনা, ভালভাবে মূল্যায়ন, পুরোপুরি জনগণের স্বার্থ ও প্রতিষ্ঠানগুলোর ক্রয়ক্ষমতা বিবেচনা এবং বিশ্বের শিল্প চেইন সুরক্ষা করার মাধ্যমে এ ব্যবস্থা নিয়েছে। চীন বরাবরই মনে করে, পারস্পরিক সম্মান, কল্যাণের ভিত্তিতে সংলাপের মাধ্যমে বাণিজ্যিক মতভেদ সমাধান করা যাবে। (ছাই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040