'হঠাৎ তোমার কথা মনে পড়ছে'
  2018-08-03 19:43:06  cri



বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি প্রথমে আপনাদেরকে সিঙ্গাপুরের নারী কন্ঠশিল্পী ছেন চিয়ে ই-কিট চান'র সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তিনি ১৯৭২ সালের ১৫ সেপ্টেম্বরে জন্মগ্রহণ করেন। তিনি একজন কন্ঠশিল্পী ও অভিনেত্রী। তিনি লাসালে কলেজ অব দা আর্টস'র পারফরমেন্স বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। প্রথমে আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'ঠিক ভালবাসা' নামের গান শোনাবো। গানটি ২০০২ সালে রিলিজ হয়। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন ছেন চিয়ে ই'র কন্ঠে 'ঠিক ভালবাসা' শীর্ষক গান। ১৯৯৩ সালে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেছেন। এরপর তিনি আনুষ্ঠানিকভাবে সংগীতজগতে প্রবেশ করেন। ১৯৯৪ সালে তিনি দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে চীনের তাইওয়ানের সংগীতজগতে প্রবেশ করেন। ১৯৯৭ সালের মার্চ মাসে তিনি হংকংয়ে নাটকে অভিনয় শুরু করেন। ২০০০ সালে তিনি হংকংয়ে টিভি সিরিজে অভিনয় শুরু করেন। ২০০১ সালে তিনি সিঙ্গাপুরে নিজের প্রথম কনসার্ট আয়োজন করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'তোমার সৌভাগ্য কামনা করি' নামের গান। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন ছেন চিয়ে ই'র কন্ঠে 'তোমার সৌভাগ্য কামনা করি' শীর্ষক গান। ২০০৪ সালের অগাষ্ট মাসে তিনি নিজের দশম ম্যান্ডারিন অ্যালবাম প্রকাশ করেন। এরপর তিনি সাময়িকভাবে সংগীতজগত থেকে বিদায় নেন। ২০০৯ সালে তিনি পুনরায় বিনোদন জগতে ফিরে আসেন। ২০১১ সালের জানুয়ারি মাসে তিনি পুনরায় অ্যালবাম প্রকাশ করেন। ২০১২ সালে তিনি দ্বাদশ চীনা ভাষা সংগীত মিয়াম পুরস্কারের শ্রেষ্ঠ কন্ঠশিল্পীর পুরস্কার লাভ করেন। এখন আমি আপনাদেরকে চীনের হংকংয়ের কন্ঠশিল্পী গু জু জি'র সঙ্গে পরিচয় করিয়ে দেবো। প্রথমে শোনাবো তাঁর কন্ঠে 'মোনিকা' নামের গান। গানটি প্রথমে গেয়েছিলেন হংকংয়ের বিখ্যাত কন্ঠশিল্পী চাং কুও রং। গু জু জি ২০০৫ সালে পুনরায় গানটি গেয়েছেন।

বন্ধুরা, শুনছিলেন গু জু জি'র কন্ঠে 'মোনিকা' নামের গান। তিনি ১৯৭২ সালের ১৮ অগাস্ট চীনের হংকংয়ে জন্মগ্রহণ করেন। তিনি প্রথমে ছিলেন একজন অভিনেতা। তারপর টেলিভিশনে উপস্থাপক হিসেবে কাজ করেন। কিন্তু তিনি খুব ভালো গান করতে পারতেন। ১৯৯৪ সালে তিনি তার প্রথম গানের অ্যালবাম প্রকাশ করেন। ১৯৯৭ সালে তিনি আলটিমেট সং চার্ট অ্যাওয়ার্ডস্‌ প্রেজেন্টেশান (Ultimate Song Chart Awards Presentation) পুরস্কার লাভ করেন। ২০০০ সালে তিনি টিভি সিরিজে অভিনয় শুরু করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'পিতা' নামের গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন গু জু জি'র কন্ঠে 'পিতা' নামের গান। ২০০৪ সালে তিনি সবচেয়ে জনপ্রিয় কন্ঠশিল্পী ও সবচেয়ে জনপ্রিয় সংগীতের জন্য পুরস্কার লাভ করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'আমি চাই, আমি চাই' নামের গান শোনাবো। 'আমি চাই, আমি চাই' শিরোনামের গানটির কথাগুলো বাংলায় অনুবাদ করলে অনেকটা এমন দাঁড়াবে: তোমার কাছে থাকতে চাই আমি/ সঙ্গে থাকবে আকাশের অনেক তারা/আমি তোমার সঙ্গে বৃষ্টির পানি সংগ্রহ করতে চাই/ আমি তোমার সঙ্গে হাজার মাইল ভ্রমণ করতে চাই/ আমাদের প্রতিটি দিন আমাদের সবচেয়ে সুন্দর স্মৃতিতে পরিণত হবে/ আমি তোমার সঙ্গে সূর্যাস্ত দেখতে চাই/ তোমার সঙ্গে বনে পাখির গান শুনতে চাই/ আমি তোমার কাছে থাকতে চাই, খুব থাকতে চাই।

বন্ধুরা চলুন গানটি শুনি।

বন্ধুরা, শুনছিলেন গু জু জি'র কন্ঠে 'আমি চাই, আমি চাই' নামের গান। ২০০৫ সালে তিনি নিজের ২৪তম অ্যালবাম প্রকাশ করেন। ২০০৮ সালে তিনি বেইজিং অলিম্পিক গেমসের মশাল বহন করেন। ২০১১ সালে তিনি নাটকে অভিনয় করেন। ২০১২ সালে তিনি টানা চার বারের মতো চীনের শ্রেষ্ঠ দশ গান প্রতিযোগিতার শ্রেষ্ঠ কন্ঠশিল্পীর পুরস্কার লাভ করেন। ২০১৫ সালে তিনি হুনান প্রদেশের সংগীত প্রতিযোগিতায় উপস্থাপক ছিলেন। একই বছরে তিনি নিজের ৩৭তম অ্যালবাম প্রকাশ করেন। এখন আমি আপনাদেরকে 'হঠাৎ তোমার কথা মনে পড়ছে' নামের গান শোনাবো। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারও আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040