পর্যটন শিল্পের পাঁচ বছরের পরিকল্পনা প্রকাশ করেছে নেপাল
  2018-08-03 18:25:12  cri
অগাস্ট ৩: নেপাল সরকার গতকাল (বৃহস্পতিবার) দেশটির পর্যটন শিল্পের পাঁচ বছরের পরিকল্পনা প্রকাশ করেছে। পরিকল্পনা অনুযায়ী পাঁচ বছরের মধ্যে ২.৫ মিলিয়নেরও বেশি বিদেশি পর্যটককে আকর্ষণ করবে।

পরিকল্পনায় বলা হয়, নেপাল সরকার তিনটি নতুন বিমান বন্দর নির্মাণ, নতুন পর্যটন এলাকার উন্নয়ন এবং বিদেশি পর্যটকদের দেশের সঙ্গে যোগাযোগ জোরদার করছে।

বর্তমানে নেপালের একমাত্র আন্তর্জাতিক বিমান বন্দর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর রূপান্তর করা হচ্ছে। অন্য দু'টি বিমান বন্দর একটি মধ্যাঞ্চলীয় পর্যটন শহর পোখরা, আরেকটি বুদ্ধের জন্মস্থান লুম্বিনীতে অবস্থিত।

আরো বেশি আন্তর্জাতিক এয়ারলাইন্স চালুর জন্য নেপাল সরকার দেশটির একমাত্র সরকারি এয়ারলাইন্স কোম্পানি নেপাল এয়ারলাইন্সের সমর্থন জোরদার করবে। বর্তমানে কোম্পানিটির মাত্র পাঁচটি বিমান আন্তর্জাতিক এয়ারলাইন্সে ব্যবহৃত হচ্ছে। ভবিষ্যত্ পাঁচ বছরে ১০টিতে বৃদ্ধি হবে।

উল্লেখ্য, গত জুলাই মাসের মধ্য দিকে ২০১৭-১৮ অর্থবর্ষে নেপাল মোট ৯.৪ লাখ বিদেশি পর্যটককে দেশটিতে স্বাগত জানায়। (ছাই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040