বাণিজ্যযুদ্ধ জোরদার করে কুফল ভোগ করবে যুক্তরাষ্ট্র: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই
  2018-08-03 14:49:55  cri

অগাস্ট ৩: গতকাল (বৃহস্পতিবার) সিঙ্গাপুরে চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, বাণিজ্যযুদ্ধ জোরদার করলে দেশটিকে কুফল ভোগ করতে হবে। তিনি বলেন, নিজস্ব আইন অনুসারে দেশে-বিদেশে বাণিজ্যযুদ্ধ করে, একতরফাভাবে নিজের উদ্বেগ সমাধানের চেষ্টা করে এবং বিশ্ব বাণিজ্য সংস্থার মৌলিক নীতি লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র এখন ইতিহাসের ভুল পথে এগিয়ে চলছে।

এদিন চীন-আসিয়ান (১০+১) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশ নেওয়ার পর এক প্রেস ব্রিফিংয়ে ওয়াং ই বলেন, চীনে বিদেশি বা মার্কিন বহুজাতিক কোম্পানি যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত পণ্যের ৬০ শতাংশ এখানে উত্পাদন করে। যুক্তরাষ্ট্র নিজের কোম্পানি থেকে কর আদায় করতে চায়? যুক্তরাষ্ট্রের বাজারে চীনের রপ্তানিকৃত বেশিরভাগই পণ্যই সেখানে প্রতিস্থাপন করা যাবে না। যুক্তরাষ্ট্র ট্যাক্স আরোপ করে জনগণের দৈনন্দিন খরচ ও বোঝা বাড়িয়ে তুলতে চায়? যুক্তরাষ্ট্রের বাড়তি কর আদায়ের নীতি তাদের তথাকথিত বাণিজ্য ভারসাম্যহীনতা সমস্যা সমাধান করতে পারবে না।

ওয়াং ই আরো বলেন, যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতি-নির্ধারকদের উচিত সহিষ্ণুতা অবলম্বন করে আমেরিকান ভোক্তা, আমেরিকান কোম্পানি এবং আন্তর্জাতিক সমাজের কথা শোনা। যে কোনো দেশের সঙ্গে সংলাপের জন্য চীন প্রস্তুত আছে। কিন্তু সংলাপ হতে হবে পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে।

(জিনিয়া/তৌহিদ/স্বর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040