ফিলিপিন্সের পররাষ্ট্রমন্ত্রী অ্যালেন পিটার কায়েটানোর সঙ্গে সাক্ষাত্ করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই
  2018-08-03 14:48:34  cri

অগাস্ট ৩: চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল (বৃহস্পতিবার) সিঙ্গাপুরে পূর্ব-এশিয়া সহযোগিতার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশ নেওয়ার সময় ফিলিপিন্সের পররাষ্ট্রমন্ত্রী অ্যালেন পিটার কায়েটানোর সঙ্গে সাক্ষাত্ করেন।

ওয়াং ই বলেন, দুতের্তে ফিলিপিন্সের প্রেসিডেন্ট নিযুক্ত হওয়ার পর চীন-ফিলিপিন্সের একটি উজ্জ্বল ভবিষ্যত সূচনা করেছেন। দু'দেশের পারস্পরিক রাজনৈতিক আস্থা আরো উন্নত হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে সুষ্ঠু সহযোগিতা চলছে। ফিলিপিন্সের সঙ্গে উচ্চ পর্যায়ের বিনিময় বজায় রাখা ও উন্নত করতে চায় চীন। সহযোগিতা প্রসারিত করলে অভিন্ন উন্নয়ন ও সমৃদ্ধি বাস্তবায়িত হবে। তিনি আশা করেন, দু'দেশের নেতাদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গুরুত্বের সাথে বাস্তবায়িত হবে। সংবেদনশীল বিষয়গুলি যথাযথভাবে মোকাবিলা করা হবে। চীন-আসিয়ান সম্পর্কের সমন্বয়কারী দেশ হিসেবে ফিলিপিন্সকে পূর্ণ সমর্থন দেবে চীন। দু'দেশের কৌশলগত সমন্বয় জোরদার করে চীন-আসিয়ান সম্পর্ক এবং আঞ্চলিক সহযোগিতার আরো বেশি অগ্রগতি বাস্তবায়ন করা হবে।

কায়েটানো বলেন, সম্প্রতি ফিলিপিন্স-চীন বিভিন্ন ক্ষেত্রে সুষ্ঠু সহযোগিতা করেছে। গুরুত্বপূর্ণ প্রকল্পের ইতিবাচক অগ্রগতি হয়েছে। চীনের সঙ্গে উচ্চ পর্যায়ের বিনিময় জোরদারের প্রত্যাশা করে ফিলিপিন্স। আসিয়ান-চীন সম্পর্কের সমন্বয়কারী দেশ হিসেবে দু'পক্ষের সহযোগিতা উন্নয়নে আরো বেশি ইতিবাচক ভূমিকা রাখবে ফিলিপিন্স।

(জিনিয়া/তৌহিদ/স্বর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040