চীন-আসিয়ান পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনের সাফল্য তুলে ধরেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী
  2018-08-03 11:04:40  cri
অগাস্ট ৩: গতকাল (বৃহস্পতিবার) চীন-আসিয়ান পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনের পর প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি বলেন, চলতি বছরের সম্মেলন আরো সুষম, স্থিতিশীল ও বন্ধুত্বসুলভ হয়েছে। সম্মেলনে 'দক্ষিণ চীন সাগর নিয়মকানুন' বা সিওসি পরামর্শের খসড়া তৈরি করা হয়েছে, যা বড় অগ্রগতি। ভবিষ্যতে বিদেশি হস্তক্ষেপ না থাকলে সিওসি'র পরামর্শ আরো দ্রুত বাস্তবায়িত হবে। বাস্তবতা থেকে প্রমাণিত হয় যে, চীন ও আসিয়ান দেশগুলো যৌথভাবে দক্ষিণ চীন সাগরে শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করতে সক্ষম।

চীন-আসিয়ান অভিন্ন লক্ষ্যের কমিউনিটির নতুন উন্নয়ন নিয়ে ওয়াং ই বলেন, 'চীন-আসিয়ান কৌশলগত অংশীদারি সম্পর্ক ২০৩০' নিয়ে একমত হয়েছে দু'পক্ষ। সেইসঙ্গে নিরাপত্তা, নব্যতাপ্রবর্তন সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময় ও আর্থিক নিশ্চয়তাসহ বিভিন্ন খাতে সহযোগিতা নতুন ধাপে উন্নীত হয়েছে। অক্টোবর মাসে চীন-আসিয়ান সামুদ্রিক সামরিক মহড়া আয়োজন, শিক্ষা, পর্যটন, যুবকসহ বিভিন্ন খাতের বিনিময় জোরদার করা এবং চীন-আসিয়ান সহযোগিতা তহবিলে পুঁজি বাড়ানোর বিষয়ে মতৈক্য হয়েছে।

এবারের সম্মেলনে দু'পক্ষের কৌশলগত সহযোগিতার উচ্চ মান প্রতিফলিত হয়েছে। চীন আসিয়ানের বিভিন্ন দেশের সঙ্গে পারস্পরিক সম্মান, সমতা, পরামর্শ, উন্মুক্ত সহনশীলতা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে সহযোগিতা করবে বলে উল্লেখ করেন তিনি।

(সুবর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040