যুক্তরাষ্ট্রের 'শক্ত এবং নরম' কৌশল চীনের ওপর কার্যকর হবে না: বাণিজ্য মন্ত্রণালয়
  2018-08-02 18:51:41  cri
অগাস্ট ২: যুক্তরাষ্ট্র একদিকে চীন থেকে আমদানিকৃত পণ্যের শুল্ক ১০ থেকে ২৫ শতাংশে বৃদ্ধি করার কথা বলেছে, অন্যদিকে চীনের সঙ্গে আলোচনা পুনরুদ্ধারের তথ্য প্রকাশ করেছে। এ ধরনের 'শক্ত ও নরম' কৌশল চীনের ওপর কার্যকর হবে না।

চীনা বাণিজ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র সারা বিশ্বের স্বার্থ এমনকি নিজ দেশের কৃষক, শিল্পপতি ও ভোক্তাদের স্বার্থ বিবেচনা না করে চীনের বিরুদ্ধে 'শক্ত ও নরম' কৌশল কার্যকর করছে। সারা বিশ্বের যে দেশ ও অঞ্চল বাণিজ্য যুদ্ধের বিরোধিতা করে, তারা এতে আরো হতাশ হবে।

তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ আপগ্রেড করার হুমকির বিরুদ্ধে চীন যথেষ্ট প্রস্তুতি নিয়েছে। চীন দৃঢ়ভাবে দেশের মর্যাদা ও জনগণের স্বার্থ, অবাধ বাণিজ্য ও বহুপক্ষীয় ব্যবস্থা এবং বিশ্বের অভিন্ন স্বার্থ সুরক্ষা করবে। (ছাই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040